Logo
×

Follow Us

বাংলাদেশ

মদিনা ও দাম্মামে নতুন ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৩:০০

মদিনা ও দাম্মামে নতুন ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা

বেসরকারি খাতে দেশের অন্যতম জনপ্রিয় ইউএস-বাংলা এয়ারলাইন্স একের পর এক চালু করছে সরাসরি ফ্লাইট। হজ মৌসুম শুরুর আগে গত ২১ এপ্রিল ইউএস-বাংলা শুরু করেছে সৌদি আরবের রিয়াদে সরাসরি ফ্লাইট। সৌদিতে থাকেন দেশের ৩২ লাখ প্রবাসী।

দেশটির নানা শহরে থাকা বাংলাদেশিদের পরিবহনে যেতে চায় এয়ারলাইন্সটি। রিয়াদের পর দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের অন‍্যতম হাব পবিত্র শহর মদিনা ও দাম্মাম থেকে সরাসরি ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে পরিকল্পনা শুরু করেছে ইউএস-বাংলা। 

মাইগ্রেশন কনসার্নের কাছে এক সাক্ষাৎকারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম জানান, ‘আগামী ছয় মাসের মধ্যে চালু হতে যাচ্ছে ঢাকা থেকে মদিনা রুটে তাদের সরাসরি ফ্লাইট। কারণ শহর দুটিতে থাকা প্রবাসীদের এ নিয়ে অনেক দিনের চাহিদা ছিল।'   

মধ্যপ্রাচ্যে জেদ্দা, দুবাই, শারজাহ্, আবুধাবি, দোহা, মাসকাটে সরাসরি ফ্লাইট পরিচালনায় সিদ্ধহস্ত ইউএস-বাংলা ছাড়িয়ে যেতে চায় তার সীমিত মহাদেশের গণ্ডি। স্বপ্ন দেখছে এশিয়ার বাইরে, ইউরোপ ও আমেরিকায় সরকারি ফ্লাইট পরিচালনার। বিশেষত, ইতালি, লন্ডন, নিউ ইয়র্ক ও টরন্টোতে। ২০২৮ এর মধ‍্যে তার বাস্তবায়ন দেখা যাবে বলে ইঙ্গিত দিলেন কামরুল ইসলাম। 

নানা রুটে প্রতিযোগিতামূলক ভাড়া আর যাত্রীদের সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিতে চায় ইউএস-বাংলা। সর্বপ্রথম ব্র্যান্ডনিউ এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফটগুলোর গড় বয়স প্রায় ১০ বছর। ভবিষ্যতে নতুন নতুন রুট, নতুন নতুন এয়ারক্রাফট যুক্ত করে এয়ারলাইন্সকে আরো সমৃদ্ধ করার পরিকল্পনা করছে ইউএস-বাংলা।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে ৪৩৬ আসনের ২টি এয়ারবাস, বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট আছে ৯টি, যাদের আসন সংখ্যা ১৮৯। তাদের বহরে এয়ারক্রাফট আছে ২৪টি। কামরুল ইসলাম জানান, চলতি বছর এয়ারলাইন্সটির বহরে আরো দুটি বৃহৎ আকারের এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা আছে ইউএস-বাংলার। 

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo