Logo
×

Follow Us

বাংলাদেশ

মিয়ানমারকে ঘিরে আসলেই কি কোনো 'প্রক্সি ওয়ার' চলছে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:২৮

মিয়ানমারকে ঘিরে আসলেই কি কোনো 'প্রক্সি ওয়ার' চলছে?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, "মানবিক করিডোরের' নামে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো 'প্রক্সি ওয়ারে' জড়াবে না"। এর মাধ্যমে সরকারে থেকে তিনিই প্রথমবারের মতো মিয়ানমারকে ঘিরে 'প্রক্সি ওয়ার' বা ছায়া যুদ্ধ এবং তাতে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে আনার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে।

বিশ্লেষকরা অবশ্য বলছেন, মিয়ানমার ও ভারত মহাসাগর ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্বার্থের প্রতিযোগিতা জোরদার হলেও সেটি এখনো ঠিক 'প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধে'র রূপ পেয়েছে- এমনটি তারা মনে করেন না।

খলিলুর রহমান ৪ মে ঢাকায় সশস্ত্র বাহিনী বিভাগ ও একটি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে বলেছেন, মানবিক করিডোর নিয়ে 'বাংলাদেশকে জড়িয়ে যা প্রচার করা হচ্ছে, তা নিছকই অপতথ্য ও গুজব'। সেখানেই তিনি প্রক্সি ওয়ারে না জড়ানোর কথা বলেন।

সরকারের দিক থেকে কারো মন্তব্য বা বক্তৃতায় মিয়ানমার ইস্যুতে এই প্রথম 'যুক্তরাষ্ট্র এবং প্রক্সি ওয়ার' ইস্যুটি সামনে এলো।

কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের জড়ানোর বিষয়টি 'গুজব' হলেও মিয়ানমারকে ঘিরে কি কোন 'প্রক্সি ওয়ার' বা 'ছায়া যুদ্ধ' পরাশক্তিগুলোর মধ্যে আসলেই চলছে?

এর আগে সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটি 'হিউম্যানিটারিয়ান প্যাসেজের' বিষয়ে বাংলাদেশ নীতিগত সম্মত- এমন মন্তব্য করার পর রাখাইনের জন্য মানবিক করিডোরের প্রসঙ্গটি ব্যাপকভাবে আলোচনায় আসে।

দেশের রাজনৈতিক দলগুলো তখন এর তীব্র সমালোচনা করে এ ধরনের উদ্যোগের বিরোধিতা করে।

তখন বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা ও বিশ্লেষণে হিউম্যানিটারিয়ান প্যাসেজের নামে মানবিক করিডোর করতে জাতিসংঘের মাধ্যমে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে- এমন ইঙ্গিত দেয়া হলেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকার কিংবা জাতিসংঘ- কোনো পক্ষ থেকেই তা নিশ্চিত করা হয়নি।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

Logo