সৌদি ও জর্ডান অবৈধ নারী কর্মীদের বৈধ করার উদ্যোগ নিচ্ছে: ড. আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৩:৪৪

সৌদি ও জর্ডান অবৈধ নারী কর্মীদের বৈধ করার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
সৌদি আরবে সাম্প্রতিক সফর শেষে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, “সৌদি আরবে আগের সফরের সময় আমি সংশ্লিষ্ট মন্ত্রীকে বাংলাদেশি অবৈধ কর্মীদের বৈধ করার অনুরোধ জানিয়েছিলাম। এবারের সফরে আমি জানতে পেরেছি, সৌদি আরব ইতোমধ্যে বাংলাদেশি অবৈধ নারী কর্মীদের বৈধ করার প্রক্রিয়া শুরু করেছে।”
সাম্প্রতিক সফরে তিনি সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আবদুল্লাহ এন আবুথনাইন-এর সঙ্গে বৈঠক করেন।
সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কনফারেন্সের ফাঁকে উপদেষ্টা এক জর্ডানীয় মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন।
সেই বৈঠকে জর্ডান জানায়, সেখানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীরাও চাইলে বৈধতার সুযোগ পাবেন।
২০০৪ সাল থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত সৌদি আরব প্রায় ৬ লাখ বাংলাদেশি নারী কর্মী নিয়োগ দিয়েছে। একই সময়ে জর্ডান নিয়োগ দিয়েছে ২ লাখ ১১ হাজার বাংলাদেশি নারী কর্মী।
বাংলাদেশ জর্ডানকে আরো বেশি সংখ্যক বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের অনুরোধও জানিয়েছে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড