সিন্ডিকেট বন্ধে প্রধান উপদেষ্টার কাছে বায়রার সদস্যদের স্মারকলিপি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:১৭

মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে দেয়া ও তা উন্মুক্ত করে দেয়ার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বায়রা। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি জমা দেন বায়রার তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার সদ্য সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়াদ উল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক সহসভাপতি মোয়াজ্জেম হোসেন এই দলের নেতৃত্ব দেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ও মালয়েশিয়ায় যেভাবে সিন্ডিকেট করে লোক পাঠানো হয়েছিল, সেই পুরনো চক্র আবারো সক্রিয় হওয়ার তৎপরতা চালিয়ে যাচ্ছে। গণআন্দোলনে উৎখাত হওয়া আগের সরকারের আমলের সিন্ডিকেট বর্তমানে কোনোভাবেই পুনঃগঠিত হতে পারে না।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মালয়েশিয়া শ্রমিক সিন্ডিকেটের মূলহোতা বাংলাদেশি বংশোদ্ভূত দাতো আমীন, রুহুল আমিন স্বপন ও সাবেক আওয়ামী লীগ সরকারের বেশ কিছু প্রভাবশালী সদস্য। যারা বিদেশে বসে এখনো পুরনো সিন্ডিকেট বহালের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্মারকলিপিতে বায়রা জানিয়েছে, সরকারি সংস্থা বোয়েসেলের তত্ত্বাবধানে দেশের রিক্রুটিং এজেন্সিগুলো মাত্র দেড় লাখ টাকায় মালয়েশিয়ায় লোক পাঠাতে পারে, যা বিগত সরকারের সময় নেয়া হতো ৪ থেকে ৫ লাখ টাকা। কর্মী পাঠাতে দুই দেশের মধ্যকার সই করা সমঝোতা স্মারকের কিছু ধারা সংশোধনের দাবিও করেছে বায়রা। তাতে বলা হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজার কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং অন্যান্য ১৪টি সোর্সিং দেশ যেভাবে দেশটিতে কর্মী পাঠায়, বাংলাদেশের ক্ষেত্রেও তাই করতে হবে। মালয়েশিয়ায় কম খরচে কর্মী পাঠানো নিশ্চিত করতে হবে। ৪৫৩টি রিক্রুটিং এজেন্সি মালিকের সই করা দাবিগুলো স্মারকলিপির সঙ্গে সংযুক্ত করা হয়।