সরকারিভাবে ২০০ নারী কর্মী নিয়োগ হবে জর্ডানে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৯:৩৪

সরকারিভাবে ২০০ গার্মেন্ট নারী কর্মী নিয়োগ দেবে জর্ডান। দেশটির Jerash Garments e Fashion Mfg. Co. Ltd. এর পক্ষে ৪ মে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মেশিন অপারেটর হিসেবে শুধু নারী কর্মী নিয়োগ দেয়া হবে। মুল মাসিক বেতন ধরা হয়েছে ১৮৩.৬১ ডলার বা প্রায় ২২,৩৬০ টাকা।
চাকরির শর্তাবলি
- দৈনিক আট ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন (ওভারটাইম স্বেচ্ছাধীন)
- তিন বছরের চুক্তি
- থাকা, খাওয়া, যাতায়াত ও প্রাথমিক চিকিৎসা ফ্রি
- যোগদান ও তিন বছর শেষে দেশে ফেরার বিমান ভাড়া ফ্রি
- প্রার্থীর নামে বাংলাদেশ বা জর্ডানে মামলা থাকা যাবে না
খরচ:
নির্বাচিত প্রার্থীর সমুদয় খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তবে পিডিও প্রশিক্ষণ ফি ৩০৫ টাকা ও ফিঙ্গার প্রিন্ট ফি ২০০ টাকা প্রার্থীকে বহন করতে হবে।
যে কাগজপত্র প্রয়োজন:
- ০৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
- মূল পাসপোর্ট (ছবিযুক্ত অংশের ৫ সেট রঙিন ফটোকপি)
- বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড/পে-স্লিপ
- শিক্ষাগত/অভিজ্ঞতা সনদ (যদি থাকে)
- ভোটার আইডির কপি
উল্লেখিত সব প্রয়োজনীয় কাগজ নিয়ে ৯ মে, ২০২৫ শুক্রবার সকাল ৮টার মধ্যে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম, মিরপুর, ঢাকায় উপস্থিত থাকতে হবে। যে কোন প্রয়োজনে ০২-৪৮৩১৯১২৫/০২-৪৮৩১৭৫১৫/০২-৫৮৩১১৮৩৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিবেচনা করা হবে। তবে বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
তথ্যসূত্র: বোয়েসেল