Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে পড়াশোনা, চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৯:২৯

বিদেশে পড়াশোনা, চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো

সংবাদের অডিও শুনতে ক্লিক করুন

বিদেশে কিছু খাতের খরচ পরিশোধ করতে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে ব্যাংকগুলো। এ খাতগুলোর মধ্যে আছে সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার ব্যয়, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি, চিকিৎসাসংক্রান্ত ব্যয় ইত্যাদি। ৪ মে বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আগে ব্যাংকগুলো নিজস্ব নামে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এ ধরনের খরচ পাঠাতে পারত। নতুন প্রজ্ঞাপনে এই সুযোগ আরো সম্প্রসারিত করে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে দিন দিন প্রয়োজনীয় খরচ পরিশোধ উন্মুক্ত করার দিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এত দিন বিদেশে খরচ পাঠাতে নানা জটিলতা ও নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হতো। এতে নানা ভোগান্তিরও অভিযোগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে বলেছে, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে অনুমোদিত রেমিট্যান্স প্রেরণের অনুমতি ব্যাংকগুলোকে প্রদান করা হয়েছে। এই কার্ড প্ল্যাটফর্মের মাধ্যমে কতিপয় খাতে রেমিট্যান্স প্রেরণ করা যাবে, যার মধ্যে রয়েছে সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার ব্যয়, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি, চিকিৎসাসংক্রান্ত ব্যয় ইত্যাদি।

খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম একটি বিকল্প রেমিট্যান্স চ্যানেল হিসেবে কাজ করবে। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ। এই কার্ড চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো হলে খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডলারের বাজার নিয়ে নানা উদ্যোগ নেওয়া হয়। এতে বাড়ছে প্রবাসী আয়। পাশাপাশি বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। এ জন্য ধীরে ধীরে ডলারের বাজার ও ব্যবহার উন্মুক্ত করার দিকে ঝুঁকছে বাংলাদেশ ব্যাংক।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

Logo