লিবিয়ার বেনগাজীতে প্রবাসীদের সাথে মতবিনিময় স্থানীয় দূতাবাসের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১১:০৩

লিবিয়ার বেনগাজী শহরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের অংশগ্রহণে একটি গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২ মে আয়োজিত অনুষ্ঠানে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার, স্থানীয় প্রশাসনের মহাপরিচালক, দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) এবং মিনিস্টার (শ্রম) উপস্থিত ছিলেন।
সভায় আড়াই শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন এবং তারা তাদের অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষভাবে ই-পাসপোর্ট চালু, প্রবাসীদের নিরাপত্তা, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ, স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তন, আকামা (ভিসা) এবং বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) সংক্রান্ত জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উত্থাপিত বিভিন্ন বিষয় দূতাবাস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লিপিবদ্ধ করা হয় এবং সেগুলোর কার্যকর সমাধানের আশ্বাস দেওয়া হয়।
রাষ্ট্রদূত সভার শুরুতে বলেন, বর্তমান বাংলাদেশ সরকার প্রবাসীদের সর্বোচ্চ সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। তিনি প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে এবং কনস্যুলার সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরন্তর কাজ করছে।
তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জানান, লিবিয়ায় ই-পাসপোর্ট চালুর জন্য দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করা যাচ্ছে, চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে এই সেবা চালু হবে। ততদিন ই-পাসপোর্ট হারালে দূতাবাস থেকে সার্টিফিকেট সংগ্রহ করে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার কপি সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়।
সভায় প্রবাসীদের হুন্ডি এড়িয়ে বৈধ পথে, বিশেষ করে লিবিয়ার অবস্থা বিবেচনায় স্থানীয় মানি এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণের পরামর্শ দেওয়া হয়। হুন্ডির মাধ্যমে অর্থ পাঠিয়ে অনেক প্রবাসী বাংলাদেশে মানব পাচারের মামলার শিকার হয়েছেন বলে সতর্ক করা হয়। এছাড়া লিবিয়ায় কর্মরত প্রত্যেক প্রবাসীকে বৈধভাবে আকামা সম্পন্ন করার জন্য উৎসাহিত করা হয়।
উপস্থিত প্রবাসীরা এই আয়োজনের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।
তথ্যসূত্র: বেনগাজীস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ