বিদেশে যেতে চাইলে সহজে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১১:৫৪

বিদেশে কাজের উদ্দেশে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য বড় একটি সুযোগ নিয়ে এসেছে প্রবাসী কল্যাণ ব্যাংক (PKB)। এখন বিদেশে অভিবাসনের খরচ মেটাতে ব্যাংকটি সরাসরি “অভিবাসন ঋণ” দিচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে উঠছে।
প্রবাসে চাকরির সুযোগ থাকলেও উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে অনেকেই সেই সুযোগ নিতে পারেন না। এমন বাস্তবতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ এই ব্যাংক বিদেশগামী কর্মীদের জন্য সহজশর্তে ঋণ প্রদানের উদ্যোগ নিয়েছে।
ঋণ আবেদন প্রক্রিয়া:
ব্যাংক সূত্রে জানা গেছে, অভিবাসন ঋণ পেতে হলে আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজন হবে-
- জাতীয় পরিচয়পত্রের কপি
- পাসপোর্টের ফটোকপি
- চাকরির চুক্তিপত্র বা ওয়ার্ক পারমিট
- ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি
- ইউনিয়ন পরিষদ/পৌরসভার নাগরিক সনদ
- নির্ধারিত জামানতের দলিল বা গ্যারান্টর সংক্রান্ত কাগজপত্র
আবেদনের সকল তথ্য যাচাই-বাছাইয়ের পর ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী ঋণ অনুমোদন করে থাকে।
সহজ শর্ত ও পরিশোধ পদ্ধতি:
ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ঋণে সুদের হার তুলনামূলক কম এবং কিস্তিতে তা পরিশোধ করা যায়। বিদেশে পৌঁছানোর পর থেকেই ধারাবাহিকভাবে পরিশোধ শুরু করা যায়, ফলে কর্মীদের উপর তাৎক্ষণিক চাপ পড়ে না।
বিদেশযাত্রা এখন আর থমকে থাকে না টাকার অভাবে
বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষাধিক শ্রমিক বিদেশে যান। কিন্তু অনেকেই শুধু টাকার সংকটে অভিবাসন প্রক্রিয়ার মাঝপথে থেমে যেতে বাধ্য হন। এমন পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের এই ঋণ কার্যক্রমকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সরকারি সহায়তা অভিবাসন খাতে নিরাপদ ও নিয়মিত কর্মসংস্থান নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের এই ঋণ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ও আবেদন ফরম ডাউনলোড করতে ভিজিট করুন: www.pkb.gov.bd
তথ্যসূত্র: প্রবাসী কল্যাণ ব্যাংক