এখনো ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা হয়নি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১১:৫২

পবিত্র হজের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে যাচ্ছেন। অথচ বাংলাদেশের ১৪ হাজারের বেশি হজযাত্রীর এখনো ভিসা কার্যক্রম শেষ হয়নি। এসব হজযাত্রী এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
এ পর্যন্ত সৌদি আরবের উদ্দেশে ১৫ হাজার ১৫৪ জন ঢাকা ছেড়েছেন। এর মধ্যে একজন হজযাত্রী মারা গেছেন। তার নাম খলিলুর রহমান। বাড়ি রাজবাড়ীর পাংশায়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৮১ হাজার ৯০০ জন।
২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। এখন পর্যন্ত ঢাকা ছেড়ে গেছে মোট ৩৭টি ফ্লাইট। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ১৫ হাজার ১৫৪ জন হজযাত্রী সৌদি আরব গমন করেছেন। তিনটি বিমান সংস্থার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫টি, সৌদি এয়ারলাইন্সের ১২টি এবং ফ্লাই নাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছে। বিমানে গেছেন ৬ হাজার ২০২ জন, সৌদি এয়ারলাইন্সে ৪ হাজার ৮৫৮ জন এবং ফ্লাই নাসে ৪ হাজার ৯৪ জন হজযাত্রী।
হজ ব্যবস্থাপনা আরো আধুনিক ও সহজ করতে এ বছর হাজিদের জন্য লাব্বাইক নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যেখানে যোগাযোগ সুবিধাসহ প্রয়োজনীয় বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া হাজিদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিমের রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে। ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হজযাত্রীদের ভিসা কার্যক্রম দ্রুত শেষ করার পাশাপাশি সরকারের প্রতি আবেদন, যাতে অবশিষ্ট যাত্রীরা সময়মতো পবিত্র হজে অংশগ্রহণ করতে পারেন।
তথ্যসূত্র: চ্যানেল টোয়েন্টিফোর