Logo
×

Follow Us

বাংলাদেশ

রাশিয়ায় নিয়োগ: ৫৫ হাজার রুবল মাসিক বেতন; থাকা, বিমান ভাড়া ফ্রি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১১:৫২

রাশিয়ায় নিয়োগ: ৫৫ হাজার রুবল মাসিক বেতন; থাকা, বিমান ভাড়া ফ্রি

রাশিয়ায় স্কাফোল্ডিং বিল্ডার পদে ৩০ জন কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বেয়েসেল)। গত ২৯ এপ্রিল এ বিজ্ঞাপন প্রচার করা হয়। 

মাসিক ৫৫ হাজার রুবল বেতনে উল্লেখিত পদে নিয়োগ দেয়া হবে, বাংলাদেশি টাকায় যা প্রায় ৮১ হাজার ৪০০ টাকা। এছাড়া প্রয়োজনীয় আসবাব থাকা, প্রাথমিক চিকিৎসা ব্যয় ও আসা-যাওয়ার বিমান ভাড়া নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে বলে উল্লেখ করা হয়েছে। এক বছরের চুক্তিতে এই নিয়োগের অন্যান্য শর্তগুলো হলো:

- কমপক্ষে ৬ মাস দক্ষিণ কোরিয়া/সিঙ্গাপুর/অন্য কোনো দেশে জাহাজ নির্মাণ শিল্পে কাজের অভিজ্ঞতা

- ইংরেজি ভাষায় পারদর্শিতা, রাশিয়ান ভাষা জানাদের অগ্রাধিকার

- বছরে ৩-৪ মাস মাইনাস ১১ থেকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজের প্রস্তুতি

আগ্রহী প্রার্থীকে বোয়েসেল নির্ধারিত ৫৬ হাজার ৩৫০ টাকা সার্ভিস চার্জ প্রদান করে আবেদন করতে হবে। এছাড়া মেডিকেল ফি বাবদ ২ হাজার ও ভিসা স্ট্যাম্প ফি বাবদ ১০ হাজার ৬০০ টাকা প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীকে প্রয়োজনীয় কাগজসহ আগামী ৮ মে, ২০২৫ এর মধ্যে বোয়েসেলের নির্ধারিত লিংকে আবেদন করতে হবে। 

সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সুদান ফেরত প্রবাসীদের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।

নিয়োগকারী প্রতিষ্ঠান বোয়েসেলের তত্ত্বাবধানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ দেবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য বোয়েসেলের ওয়েবসাইট লিংক ও এই লিংকে আবেদনপত্র জমা দেয়ার অনুরোধ করা হয়েছে।

তথ্যসূত্র: বোয়েসেল 

Logo