Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে পাঠানোর নামে প্রতারণা, কোথায় অভিযোগ করলে মিলবে প্রতিকার?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১১:৫০

বিদেশে পাঠানোর নামে প্রতারণা, কোথায় অভিযোগ করলে মিলবে প্রতিকার?

বিদেশে চাকরি দেওয়ার নাম করে প্রতিনিয়ত টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। বিশেষ করে দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন হাজার হাজার বিদেশগামী। বিদেশে যাওয়ার জন্য ঋণ করে দালাল ও এজেন্সির কাছে টাকা দিলেও সময়মতো অনেকে বিদেশ যেতে পারেন না। বরং সেই টাকার জন্য মাসের পর মাস দালালের পেছনে ঘুরতে হয়। অনেক সময় বিদেশগামীরা নানা হয়রানিরও শিকার হোন।

তবে বিদেশে পাঠানোর নামে কেউ প্রতারণা করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে অভিযোগ করা যায়। কিন্তু এই বিষয়টি অনেকেই জানেন না। যেহেতু গ্রাম থেকে বিদেশে যাওয়ার প্রবণতা বেশি, তাই এই প্রক্রিয়া সম্পর্কে অনেকেই অবহিত নন। তবে বিএমইটিতে অভিযোগ করলে খুব সহজেই সেই টাকা ফেরত পাওয়া যায়।

দুই উপায়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে অভিযোগ করা যায়। প্রথমত, রাজধানীর কাকরাইলের বিএমইটি অফিসে উপস্থিত হয়ে ভুক্তভোগী অভিযোগ করতে পারবেন। দ্বিতীয়ত অনলাইনেও ভুক্তভোগীরা অভিযোগ করতে পারবেন।

অনলাইনে অভিযোগ করতে বিএমইটি ওয়েবসাইটে গিয়ে অনলাইন অভিযোগ ফরমটি পূরণ করতে হবে।

যেখানে ভুক্তভোগীর তথ্য, অভিযোগের বিবরণ ও ওয়ার্ক পারমিট, ভিসা/এনওসি, নিয়োগপত্র, টাকার রসিদ, ফাইল, ভিডিও (সর্বোচ্চ ১০ mb), অডিও (সর্বোচ্চ ১০ mb) ইত্যাদি জমা দিতে হবে। এটা সম্পূর্ণ হওয়ার পর বিএমইটি অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তারা বিষয়টি সমাধানের জন্য ভুক্তভোগী ও অভিযুক্তদের ডেকে পাঠাবেন। উভয় পক্ষের মধ্যে শুনানি শেষে বিষয়টি সমাধান করবেন।

অনলাইনে আবেদনের পাশাপাশি রাজধানীর কাকরাইলের বিএমইটি অফিসে গিয়ে সরাসরি অভিযোগ করতে পারবেন।

এ ক্ষেত্রে অনলাইন থেকে একটি ফরম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। যেখানে উল্লিখিত সকল বিষয়াদি লিখে জমা দিতে হবে। এই প্রক্রিয়ায় গেলে এজেন্সি যে অর্থ নিয়ে থাকে, সেই অর্থ ভুক্তভোগীরা ফেরত পাবেন।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo