প্রথম ফ্লাইটের হাজিদের সাড়ম্বরে বরণ করল সৌদি কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৯

আন্তর্জাতিক হজ অভিযানের অংশ হিসেবে ২৮ এপ্রিল সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রথম হজযাত্রী দল পৌঁছেছে। ৩৯৬ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে আসা ফ্লাইটটির যাত্রীদের স্বাগত জানান সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সার্ভিসমন্ত্রী সালেহ আল-জাসের।
এই বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন মুসল্লি হজ পালন করবেন বলে জানা গেছে। জেদ্দায় পৌঁছানো আরেকটি ফ্লাইটে ৪১৪ জন হজযাত্রী ছিলেন, যাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন ও উভয় দেশের কর্মকর্তারা। রাষ্ট্রদূত মুসল্লিদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন এবং বাংলাদেশ মিশনের সেবা সব সময় খোলা থাকবে বলে জানান।
সৌদি সরকারের প্রস্তুতি ও আন্তরিকতা
সৌদি সরকার এ বছর ছয়টি প্রধান বিমানবন্দরকে হজযাত্রীদের জন্য নির্ধারিত করেছে, যার মধ্যে রয়েছে জেদ্দা, মদিনা, ইয়ানবু, তায়েফ, রিয়াদ ও দাম্মাম। হজযাত্রীদের আগমন থেকে বিদায় পর্যন্ত প্রতিটি ধাপে একটি সমন্বিত সেবাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
মদিনা ও মক্কায় পৌঁছানোর পর হজযাত্রীদের রেজিডেন্সে নিয়ে যাওয়া হচ্ছে এবং লাগেজ সরাসরি বাসস্থানে পৌঁছে দেয়া হচ্ছে, বিশেষ করে ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর আওতাধীন দেশগুলোর ক্ষেত্রে; যেমন: পাকিস্তান, মালয়েশিয়া ও ভারত।
মালয়েশিয়া ও ভারতের হজযাত্রীরাও একই দিনে মদিনায় পৌঁছেছেন। কুয়ালালামপুর থেকে যাত্রা করা মালয়েশিয়ান হজযাত্রীরা ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর আওতায় আগেই ইলেকট্রনিক ভিসা, স্বাস্থ্য পরীক্ষা ও ইমিগ্রেশন সম্পন্ন করেছেন। ভারতের হায়দরাবাদ থেকে আসা ২৬২ জন হজযাত্রীকে ফুল ও উপহার দিয়ে স্বাগত জানানো হয়।
এই বছর সৌদি আরবের লক্ষ্য হচ্ছে হজযাত্রীদের জন্য একটি নিরবচ্ছিন্ন ও সম্মানজনক যাত্রা নিশ্চিত করা। প্রতিটি দেশের প্রতিনিধি ও ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণ ও সৌদি সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্র: আরব নিউজ