গুজরাটে ১০২৪ ‘নথিপত্রবিহীন অভিবাসী’ আটক, বাংলাদেশি বলে দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৯

ভারতে ১ হাজার ২৪ জন ‘নথিপত্রবিহীন অভিবাসী’কে আটক করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের ‘বাংলাদেশি’ বলে দাবি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভারতের গুজরাট রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি গতকাল শনিবার সুরাটে সাংবাদিকদের এই আটকাভিযানের কথা জানান।
প্রতিমন্ত্রী হর্ষ সাংভি দাবি করেন, আহমেদাবাদ থেকে অন্তত ৮৯০ জন এবং সুরাট থেকে ১৩৪ জন ‘বাংলাদেশি’কে আটক করা হয়েছে। এটা গুজরাট পুলিশের ইতিহাসে এ ধরনের সবচেয়ে বড় অভিযান। তিনি সতর্ক করে বলেন, গুজরাটে অবস্থানরত অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে হবে, না হলে তাদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হবে।
তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো