কুইকসেন্ডের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
অস্ট্রেলিয়া থেকে রেমিট্যান্স পাঠানো যাবে আরো সহজে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪৭

দেশে রেমিট্যান্স প্রবাহ সহজ করতে অস্ট্রেলিয়ান ফিনটেক কোম্পানি কুইকসেন্ডের সাথে রেমিট্যান্স চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের সাথে প্রবাসী বাংলাদেশিরা এখন আরো সুবিধাজনক অ্যাপভিত্তিক রেমিট্যান্স সেবা পাবেন।
২০ এপ্রিল ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি মো. শাহীন ইকবাল সিএফএ এবং কুইকসেন্ডের ফাউন্ডার অ্যান্ড সিইও মো. আবু সুফিয়ান এই চুক্তিতে সই করেন।
এই চুক্তির ফলে অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টহোল্ডারদের কাছে পাঠানো এখন আরো সহজ ও সুবিধাজনক হলো।
চুক্তি সইয়ের পর, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মো. শাহীন ইকবাল বলেন, “আমাদের প্রবাসী বাংলাদেশিদের সম্পূর্ণ ডিজিটাল রেমিট্যান্স সেবা প্রদান করার লক্ষ্যে অস্ট্রেলিয়ান ফিনটেক কোম্পানি কুইকসেন্ডের সাথে চুক্তি করতে পেরে আমরা বেশ আনন্দিত। রেমিট্যান্স সেবা আরো সাশ্রয়ী, দ্রুত, সুবিধাজনক এবং নিরাপদ করার মাধ্যমে আমরা সুবিধাভোগী পরিবারদের উপভোগ্য রেমিট্যান্স সেবা উপহার দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের আরো ভালো ব্যাংকিং সেবা দেওয়া এবং দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
নতুন এই মানি ট্রান্সফার স্টার্টআপ প্রতিষ্ঠান টেকওয়েস্ট প্রোপ্রাইটারি লিমিটেড (যারা কুইকসেন্ড নামে ট্রেডিং করে) বিশ্বব্যাপী দ্রুত, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মানি ট্রান্সফার সেবা দিয়ে থাকে। অস্ট্রেলিয়ান ট্রানজেকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার (অস্ট্রাক) কর্তৃক নিয়ন্ত্রিত এই কোম্পানিটি প্রবাসী বাংলাদেশি গ্রাহকদের দেশে প্রিয়জনদের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে নিরাপদ এবং ইউজার-ফ্রেন্ডলি প্ল্যাটফর্মের সুবিধা দেবে।
ব্র্যাক ব্যাংকের ডিজিটাল চ্যানেলের পাশাপাশি রেমিট্যান্স সুবিধাভোগীরা ব্যাংকটির ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা ও ১,১২৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকেও রেমিট্যান্স সেবা পাবেন।
এমসি নিউজ ডেস্ক