Logo
×

Follow Us

বাংলাদেশ

নিউইয়র্কে চলছে বাংলাদেশ প্রবাসী আয় মেলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:০৮

নিউইয়র্কে চলছে বাংলাদেশ প্রবাসী আয় মেলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চতুর্থবারের মতো আয়োজন করা হয়েছে বাংলাদেশ রেমিট্যান্স বা প্রবাসী আয় মেলা। ২০ এপ্রিল পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে এ মেলা চলবে।

১৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের লা গুয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকের চেয়ারম্যান ও শীর্ষ নির্বাহীরা অংশ নিয়েছেন। এ সময় তারা বৈধ পথে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিদের প্রতি।

মেলার আয়োজকরা জানান, বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর অন্যতম যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ কয়েক গুণ বেড়েছে। এ ধারা অব্যাহত রাখতে চতুর্থবারের মতো নিউইয়র্কে রেমিট্যান্স মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এক্সিম ব্যাংকে চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান মোখলেসুর রহমান, সিটিজেন্স ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালামসহ বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জের শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট কোর্টল্যান্ডের অর্থনীতির অধ্যাপক বিরূপাক্ষ পাল এবং সভাপতিত্ব করেন জিয়াউদ্দিন আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে বিএবির চেয়ারম্যান আবদুল হাই সরকার দেশের উন্নয়নে বৈধপথে প্রবাসী আয় পাঠানোর গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এ মেলার ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা বৈধ পথে প্রবাসী আয় পাঠাতে উৎসাহিত হবেন।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

Logo