Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

বাংলাদেশসহ ২৫ দেশ থেকে ভিসা আবেদন ফি বাড়াচ্ছে নিউজিল্যান্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪১

বাংলাদেশসহ ২৫ দেশ থেকে ভিসা আবেদন ফি বাড়াচ্ছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, আগামী বছরের জানুয়ারি থেকে বাংলাদেশসহ আরো ২৫টি দেশে ভিসা আবেদন কেন্দ্রের (Visa Application Centre) ফি বৃদ্ধি পাবে। এই পরিবর্তনের ফলে আবেদনকারীদের প্রক্রিয়াজাতকরণ খরচও বেড়ে যাবে।

নতুন নীতি অনুযায়ী, ভিসা আবেদন কেন্দ্রগুলোতে পরিষেবা খরচের সঙ্গে সরকারি ভিসা ফি, প্রক্রিয়াজাতকরণ চার্জ এবং অন্যান্য সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত হবে। সরকার জানিয়েছে, ফি বৃদ্ধির মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়ার মান উন্নয়ন, প্রযুক্তি ব্যবহারের সম্প্রসারণ এবং নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব হবে।

মোট ২৬টি দেশে ২০২৬ সালের ১ জানুয়ারী থেকে ভিসা আবেদন কেন্দ্র (VAC)‑এর সার্ভিস ফি বাড়বে। তালিকাভুক্ত দেশগুলো হলো:  অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফিজি, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, নেপাল ও ভুটান, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, সামোয়া, সিঙ্গাপুর, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভানুয়াতু ও ভিয়েতনাম

নিউজিল্যান্ডের দূতাবাস ও কনস্যুলেট জানিয়েছে, বাংলাদেশ, ভারতসহ সংশ্লিষ্ট দেশগুলোর আবেদনকারীদের জন্য আবেদন কেন্দ্রগুলোতে নতুন ফি জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এই সময়ের মধ্যে আবেদনকারীদের জন্য বর্তমান ফি এবং নতুন ফির মধ্যে পার্থক্য সম্পর্কে স্পষ্ট তথ্য প্রদান করা হবে।

এছাড়া, দূতাবাসগুলোর পক্ষ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া সহজ করতে এবং আবেদনকারীদের জন্য আরো স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করতে ফি বৃদ্ধির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়েছে। ভিসা আবেদনকারীরা এখন থেকে তাদের পরিকল্পনা অনুযায়ী আগাম প্রস্তুতি নিতে পারবেন।

নতুন ফি বৃদ্ধির ফলে ভিসা আবেদনকারীদের সামান্য অতিরিক্ত ব্যয় বহন করতে হতে পারে, তবে সরকারের লক্ষ্য হলো আবেদন প্রক্রিয়াকে আরো কার্যকর, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর করা।

Logo