Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রাইভেট স্কুলে স্মার্টফোন বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রাইভেট স্কুলে স্মার্টফোন বন্ধ

অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত ক্র্যানব্রুক স্কুল ঘোষণা করেছে, আগামী বছরের শুরু থেকে প্রাথমিক শ্রেণির ছাত্রছাত্রীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হবে। স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে, অভিভাবকরা চাইলে তাদের সন্তানদের জন্য নকিয়া ফ্লিপ ফোন বা Opel Flip Phone কিনতে পারবেন। 

কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো?

- সরকারের নতুন নিয়ম অনুযায়ী ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ হবে।

- স্কুল প্রধান মিশেল মারকুয়েট জানান, বিশেষ করে স্কুল যাতায়াতের সময় জনসাধারণের পরিবহন ব্যবহারে ছাত্রছাত্রীদের অযাচিত ব্যবহার ও ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

ফ্লিপ ফোনের সুবিধা

- অনুমোদিত ফোন: নকিয়া 2660 Flip 4G বা Opel Mobile Flip Phone

- দাম: ১০০ ডলারের কম

- ব্যবহার সীমিত: স্কুলের বাইরে যাতায়াতের সময়

মারকুয়েট বলেন “এই পরিবর্তন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ এবং বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বজায় রাখতে সাহায্য করবে।”

অন্যান্য স্কুলের পদক্ষেপ

- সিডনির Queenwood ও Pymble Ladies’ College–সহ কয়েকটি প্রাইভেট স্কুলও একই নিয়ম অনুসরণ করবে।

- পশ্চিম সিডনির ৮০টি ক্যাথলিক স্কুলও ২০২৬ সালের শুরু থেকে মোবাইল ফোন নিষিদ্ধ করবে।

- ন্যূনতম প্রাথমিক স্কুলে ইতিমধ্যেই সকল NSW পাবলিক স্কুলে ফোন নিষিদ্ধ করা হয়েছে।

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা

- বুধবার থেকে কার্যকর, ব্যবহারকারীদের বয়স যাচাই বাধ্যতামূলক।

- ব্যর্থ হলে প্ল্যাটফর্মের উপর ৩২.৮ মিলিয়ন ডলারের জরিমানা আরোপ হতে পারে।

- প্রভাবিত প্ল্যাটফর্ম: Instagram, Facebook, Kick, Reddit, Snapchat, Threads, TikTok, Twitch, X, YouTube

- Snapchat ও Meta-র মতো প্ল্যাটফর্ম ইতোমধ্যেই বয়স যাচাই পদ্ধতি চালু করেছে।

যোগাযোগ মন্ত্রী অ্যানিকা ওয়েলস জানান, হাইকোর্ট চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার “আস্থা রাখে” এবং মামলা জিতবে বলে মনে করছে। ১৫ বছরের কিছু কিশোর হাইকোর্টে চ্যালেঞ্জ করলেও সরকার তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছে।

Logo