Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে সেরা গন্তব্য তাসমানিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে সেরা গন্তব্য তাসমানিয়া

অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে অবস্থিত তাসমানিয়া বিশ্ববিদ্যালয় (UTAS) এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার এক স্বপ্নের গন্তব্য। স্বল্প খরচে মানসম্পন্ন শিক্ষা, আবাসন সুবিধা, প্রকৃতির সান্নিধ্য এবং কর্মজীবনের প্রস্তুতি; সব মিলিয়ে তাসমানিয়া হয়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার জায়গা।

বিশ্বজুড়ে ১৯০০-এর বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে Times Higher Education Impact Rankings-এ UTAS টানা চার বছর ধরে জলবায়ু কর্মসূচিতে বিশ্বসেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। পরিবেশবান্ধব ক্যাম্পাস, টেকসই শিক্ষা এবং বাস্তবভিত্তিক গবেষণার সুযোগ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে।

শিক্ষা ও কোর্সের বৈচিত্র্য: UTAS-এ রয়েছে ব্যবসা, আইন, সৃজনশীল শিল্প, পরিবেশ, স্বাস্থ্য, প্রযুক্তি এবং গবেষণাভিত্তিক ডিগ্রির বিস্তৃত সুযোগ। ইংরেজি ভাষা কোর্স থেকে শুরু করে ডাবল ডিগ্রি ও pathway প্রোগ্রাম; সবই পাওয়া যায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য।

স্কলারশিপ ও খরচ: বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উদার স্কলারশিপ প্রদান করে, যা টিউশন ফি ও জীবনযাত্রার খরচে সহায়তা করে। কিছু স্কলারশিপ মেধার ভিত্তিতে, আবার কিছু রয়েছে অ্যালামনাই বা পরিবারের সদস্যদের জন্য।

আবাসন ও জীবনধারা: তাসমানিয়ার ক্যাম্পাসগুলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, যেখানে রয়েছে সাশ্রয়ী আবাসন, সামাজিক কার্যক্রম এবং পড়াশোনার সহায়তা। শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিভাষী পরিবেশে নিজেকে গড়ে তুলতে পারেন।

প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি: তাসমানিয়া পরিচিত বিশ্বের সবচেয়ে পরিষ্কার বাতাস, মনোরম বনাঞ্চল এবং সাংস্কৃতিক উৎসবের জন্য। এখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত হতে পারেন।

UTAS-এর সহজ আবেদন প্রক্রিয়া, সহায়ক টিম এবং বৈচিত্র্যময় কোর্স শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথকে সহজ করে তোলে। যারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে চান, তাদের জন্য তাসমানিয়া এখন এক সেরা ও সাশ্রয়ী গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।

তথ্যসূত্র: ইউনিভার্সিটি অব তাসমানিয়া

Logo