নিউজিল্যান্ডে উদ্যোক্তা ভিসা বন্ধ, আসছে নতুন ভিসা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭

নিউজিল্যান্ড সরকার তাদের ব্যবসায়িক অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনছে। উদ্যোক্তা ওয়ার্ক ভিসা বন্ধ করে চালু করা হচ্ছে নতুন বিজনেস ইনভেস্টর ভিসা, যা ২০২৫ সালের নভেম্বর থেকে আবেদনকারীদের জন্য উন্মুক্ত হবে। এই নতুন ভিসা মূলত অভিজ্ঞ বিনিয়োগকারীদের জন্য, যারা নিউজিল্যান্ডে বিদ্যমান ব্যবসায় বিনিয়োগ ও পরিচালনা করতে আগ্রহী।
নিউজিল্যান্ড ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, পুরনো উদ্যোক্তা ভিসা কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারেনি। আবেদন সংখ্যা কম ছিল এবং অনেক আবেদনই বাতিল হয়েছে। তাই এবার ফোকাস করা হচ্ছে এমন বিনিয়োগকারীদের ওপর, যারা বিদ্যমান ব্যবসায় অর্থ ঢালতে প্রস্তুত।
বিজনেস ইনভেস্টর ভিসার দুই পথ
১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার বিনিয়োগ → ৩ বছরের ওয়ার্ক-টু-রেসিডেন্স পথ
২ মিলিয়ন বিনিয়োগ → ১২ মাসে ফাস্ট-ট্র্যাক রেসিডেন্স
বিনিয়োগকারী চাইলে পুরো ব্যবসা কিনতে পারেন অথবা কমপক্ষে ২৫% অংশীদারিত্ব নিতে পারেন। উভয় পথেই নির্ধারিত শর্ত পূরণ করলে স্থায়ী বসবাসের অনুমতি মিলবে।
পুরনো উদ্যোক্তা ভিসা ছিল নতুন ব্যবসা শুরু করার জন্য। নতুন ভিসা বরং বিদ্যমান ব্যবসায় বিনিয়োগ ও পরিচালনার সুযোগ দিচ্ছে। এতে রয়েছে:
- সহজ ও স্বচ্ছ নিয়ম
- দ্রুত প্রসেসিং
- চাকরি সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সরাসরি সংযোগ
যারা ইতোমধ্যে উদ্যোক্তা ভিসার জন্য আবেদন করেছেন, তাদের আবেদন পুরনো নিয়মেই প্রক্রিয়াধীন থাকবে। তবে আবেদন প্রত্যাহার করলে ফি ফেরত পাওয়া যাবে না। যারা বর্তমানে উদ্যোক্তা ভিসায় আছেন, তারা চাইলে রেসিডেন্স ভিসার জন্য আবেদন করতে পারবেন বা ভিসা নবায়ন করে সময় বাড়াতে পারবেন।
এই নতুন ভিসা থাকবে Active Investor Plus Visa-র পাশাপাশি যা উচ্চ মূলধনী বিনিয়োগকারীদের জন্য। এছাড়া স্টার্টআপ ফাউন্ডারদের জন্য একটি নতুন ভিসা আনার পরিকল্পনাও রয়েছে, যার বিস্তারিত এখনো প্রকাশ হয়নি।
নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড জানিয়েছেন, “আমরা চাই এমন বিনিয়োগকারী, যারা বিদ্যমান ব্যবসায় প্রাণ ফেরাবে, চাকরি সৃষ্টি করবে এবং দেশের আয় বাড়াবে”।
তথ্যসূত্র: ট্রাভেলোবিজ