Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

উচ্চশিক্ষা আপডেট

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কাজের সীমা বাড়াল নিউজিল্যান্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কাজের সীমা বাড়াল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কাজ করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে নিউজিল্যান্ড সরকার। টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে। আগামী ৩ নভেম্বর ২০২৫ থেকে দেশটিতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টার বদলে ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন। সরকারি ঘোষণায় বলা হয়েছে, শিক্ষা খাতের আয় দ্বিগুণ করার লক্ষ্যে “International Education: Going for Growth Plan”-এর অংশ হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। 

এই নতুন নিয়ম শুধু নতুন ভিসা অনুমোদনপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্যই নয়, বরং মাধ্যমিক থেকে এক্সচেঞ্জ প্রোগ্রামের শিক্ষার্থীরাও এর সুবিধা পাবেন। তবে, যেসব শিক্ষার্থীর ভিসায় আগে থেকেই ২০ ঘণ্টা কাজের অনুমতি রয়েছে, তাদের অতিরিক্ত সময়ের সুবিধা নিতে হলে ‘variation of conditions’ আবেদন করতে হবে অথবা নতুন ভিসা নিতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আর্থিক স্বস্তি আনার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের সুযোগও বাড়িয়ে দেবে। ফলে নিউজিল্যান্ডে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে এ সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। 

Logo