Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডে 'প্যারেন্ট বুস্ট ভিজিটর ভিসা' চালু ২৯ সেপ্টেম্বর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩৬

নিউজিল্যান্ডে 'প্যারেন্ট বুস্ট ভিজিটর ভিসা' চালু ২৯ সেপ্টেম্বর

নিউজিল্যান্ড সরকার অভিবাসী নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের অভিভাবকদের জন্য নতুন ‘Parent Boost Visitor Visa’ চালুর ঘোষণা দিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে এই ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। এর মাধ্যমে অভিভাবকরা সন্তানদের সঙ্গে দীর্ঘ সময় কাটাতে পারবেন, যদিও এটি স্থায়ী বসবাসের সুযোগ নয়।

এই ভিসার আওতায় একজন অভিভাবক সর্বোচ্চ পাঁচ বছর নিউজিল্যান্ডে অবস্থান করতে পারবেন, যা পরে আরো পাঁচ বছর নবায়নযোগ্য। অর্থাৎ, সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত থাকার সুযোগ মিলবে। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দেশত্যাগ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য ও বীমা সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

যোগ্যতা ও শর্তাবলি:

- আবেদনকারীদের নিউজিল্যান্ডের বাইরে থেকে আবেদন করতে হবে

- অবশ্যই নিউজিল্যান্ডের নাগরিক বা স্থায়ী বাসিন্দা সন্তানের স্পন্সরশিপ থাকতে হবে

- স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং চরিত্রগত মানদণ্ড পূরণ করতে হবে

- ১২ মাসের স্বাস্থ্য বীমা থাকতে হবে, যার কাভারেজে জরুরি চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা, মরদেহ ফেরত ও পুনর্বাসন অন্তর্ভুক্ত

- নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে অথবা স্পন্সরকে নির্ধারিত আয়সীমা পূরণ করতে হবে

প্রথমে ‘অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল’ পাওয়া যাবে, এরপর পূর্ণ বীমা ও শর্তপূরণের প্রমাণ দিতে হবে। তিন বছর পর একটি ‘কমপ্লায়েন্স চেক’ হবে, যেখানে নতুন মেডিকেল সার্টিফিকেট ও বীমার প্রমাণ দিতে হবে।

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস

Logo