নিউজিল্যান্ডে শিক্ষার্থী আবেদন এখন সম্পূর্ণ অনলাইনে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৮:০৪

নিউজিল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরো সহজ ও স্বচ্ছ করতে একটি উন্নত অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদনকারীরা দ্রুত, নিরাপদ এবং ব্যবহারবান্ধবভাবে ভিসার জন্য আবেদন করতে পারবেন। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি প্রশাসনিক জটিলতা কমাবে।
নতুন প্ল্যাটফর্মে আবেদনকারীরা প্রয়োজনীয় নথিপত্র আপলোড, ফি প্রদান এবং আবেদন অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন একক পোর্টালের মাধ্যমে। এটি আগের তুলনায় আরো স্বয়ংক্রিয়, নিরাপদ এবং তথ্য যাচাইয়ের ক্ষেত্রে দক্ষ। অভিবাসন বিভাগ জানিয়েছে, আবেদনকারীদের তথ্য যাচাই ও সিদ্ধান্ত গ্রহণে সময় কমবে, ফলে ভিসা অনুমোদনের প্রক্রিয়া হবে আরো দ্রুত।
এই পরিবর্তন এমন সময় এসেছে, যখন নিউজিল্যান্ডে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ২০২৪ সালের প্রথম চার মাসে ভারতীয় আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যানের হার ছিল ৪০ শতাংশ, যেখানে চীনা শিক্ষার্থীদের ক্ষেত্রে তা মাত্র ২ শতাংশ ছিল। এই পরিস্থিতি মোকাবিলায় নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো সরকারকে আরো স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ার আহ্বান জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন ‘ইউনিভার্সিটি নিউজিল্যান্ড’ জানিয়েছে, অনেক শিক্ষার্থী সময়মতো ভিসা না পাওয়ায় সেমিস্টারের শুরুতে ক্লাসে যোগ দিতে পারেননি, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। তারা বলছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ডকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে হলে ভিসা প্রক্রিয়ায় আরো দক্ষতা ও মানবিকতা আনতে হবে।
নতুন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদনকারীদের জন্য একটি স্বচ্ছ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতা নিশ্চিত করার চেষ্টা করছে নিউজিল্যান্ড সরকার। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস