Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় এগিয়ে যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:১৩

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় এগিয়ে যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা

অস্ট্রেলিয়া এখন শুধু উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য নয়, বরং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশের জন্যও জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের বড় অংশ রয়েছে, যা নতুন শিক্ষার্থীদের মানিয়ে নিতে সহায়তা করে।

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়, সিডনি বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মনাস বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা ৪০-এর মধ্যে অবস্থান করছে। অস্ট্রেলিয়ার ৪৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৯টি সরকারি, যা দেশটির শিক্ষা ব্যবস্থার গণমুখী চরিত্রকে তুলে ধরে।

প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং, কম্পিউটার সায়েন্স ও তথ্যপ্রযুক্তি বিষয়ে উচ্চমানের শিক্ষা দেওয়া হয়। গবেষণার ক্ষেত্রেও দেশটি ১৫টি বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ২০২২ সালে আন্তর্জাতিক পোস্টগ্র্যাজুয়েট গবেষণা শিক্ষার্থীদের চাকরি পাওয়ার হার ছিল ৮৫.৬%।

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা প্রতি দুই সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা কাজ করার অনুমতি পান, যা পড়াশোনার পাশাপাশি আয়ের সুযোগ তৈরি করে। টিউশন ফি প্রোগ্রামভেদে ভিন্ন হলেও গড় খরচ বছরে ২০ হাজার থেকে ৩৮ হাজারের এর মধ্যে অস্ট্রেলিয়ান ডলার। চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের মতো কিছু প্রতিষ্ঠান তুলনামূলকভাবে সাশ্রয়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই প্রতিবেদনটি অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করে, যেখানে মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক অন্তর্ভুক্তির সুযোগ একত্রে পাওয়া যায়।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

Logo