অস্ট্রেলিয়ায় ইউটিউব অ্যাকাউন্ট খোলা নিয়ে বিধিনিষেধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:৫০

অস্ট্রেলিয়ায় ইউটিউব অ্যাকাউন্ট খোলা নিয়ে নতুন বিধিনিষেধ জারি করল দেশটির সরকার। অ্যান্থনি আলবানিজির সরকার ঘোষণা করেছে, তারা দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের ইউটিউব অ্যাকাউন্ট খুলতে দেবে না। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী আলবানিজি বলেছেন তার সরকার এ বিষয়ে গুগলের হুমকিতে ভয় পায় না।
আলবানিজির আরো অভিযোগ, প্রযুক্তি জায়ান্ট গুগল শিশু এবং কিশোর-কিশোরীদের ইউটিউব অ্যাক্সেস থেকে বিরত রাখার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে।
অস্ট্রেলিয়ার লেবার সরকার ২০২৪ সালের নভেম্বরেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দেয়। যদিও সেখানে ইউটিউবের প্রসঙ্গ ছিল না। কিন্তু সম্প্রতি দেশটির সরকার ঘোষণা করেছে, তারা দেশটির ১৬ বছরের কম বয়সীদের ইউটিউব অ্যাকাউন্ট খুলতে দেবে না। এ বছরের ১০ ডিসেম্বর তা কার্যকর হবে। যদিও কম বয়সীরা ইউটিউব দেখার সুযোগ পাবে কিন্তু নিজের অ্যাকাউন্ট থাকা, ভিডিও আপলোড করা, মন্তব্য বা প্রস্তাবনাসহ কোনো প্রকার ইন্টারেকশন গ্রহণযোগ্য হবে না। কিন্তু প্রশ্ন হলো কেন এই সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া সরকার।
দেশটির ডিজিটাল বিশেষজ্ঞরা মনে করেন, ইউটিউবে নারীবিদ্বেষী বিষয়বস্তু থেকে শুরু করে ঘৃণ্য বিষয়বস্তু, হিংসাত্মক মারামারির ভিডিও, অনলাইন চ্যালেঞ্জ, বিশৃঙ্খল খাওয়া-দাওয়া থেকে আত্মহত্যার ধারণা পর্যন্ত বিস্তৃত করছে। ফলে শিশুদের ওয়েলবিঙ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দেশটির প্রধানমন্ত্রীর মত, সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের সামাজিকতারই ক্ষতি করছে এবং তারা চান অস্ট্রেলিয়ান বাবা-মায়েরা জানুক যে অস্ট্রেলিয়া সরকার তাদের পাশে আছে।