সিডনিতে বাংলাদেশিদের উদ্যোগে হচ্ছে ১১৪ একরের মুসলিম কবরস্থান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:২৭

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির বার্গো এলাকায় বাংলাদেশি ও প্রবাসী মুসলিমদের উদ্যোগে গড়ে উঠছে একটি স্থায়ী মুসলিম কবরস্থান ‘দারুসসালাম মুসলিম সেমেটারি প্রজেক্ট’। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সম্মানজনক দাফনের জন্য এই প্রকল্প প্রবাসী মুসলিম সম্প্রদায়ের দীর্ঘদিনের একটি প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
১১৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত হতে যাওয়া কবরস্থানের জন্য প্রাথমিক পর্যায়ে জমির ডিপোজিট প্রদানসহ স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক অনুমোদন ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ সম্পূর্ণ জমির মালিকানা অর্জনের পর ২০২৭ সাল থেকে দাফনের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিটি পরিবার পাঁচ হাজার ডলার দান করলে তারা চারটি কবরের জায়গা সংরক্ষণের সুযোগ পাবেন। কবরস্থানটি অলাভজনক ভিত্তিতে পরিচালিত হবে এবং এতে ১৬ হাজার কবরস্থান ‘পাইওনিয়ার’ পরিবারগুলোর জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া বাকি ৮৪ হাজার কবর মুসলিমদের জন্য ওয়াকফ হিসেবে বরাদ্দ থাকবে, যা প্রয়োজনে বিনামূল্যে ব্যবহার করা যাবে।
এই প্রকল্পের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ইসলামিক রীতিতে দাফনের পূর্ণ ব্যবস্থা, পরিবারের সদস্যদের পাশাপাশি কবর দেওয়ার সুযোগ (প্রযুক্তিগত সীমাবদ্ধতার ভিত্তিতে), একক কবরব্যবস্থা এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী খরচে সেবা প্রদান। এছাড়া থাকবে গোসলখানা ও নামাজের জন্য নির্দিষ্ট স্থান।
প্রকল্পটি পরিচালিত হচ্ছে ‘দারুসসালাম ওয়েলফেয়ার সেন্টার লিমিটেড’ নামক সংস্থার মাধ্যমে, যা অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের আওতাভুক্ত নিবন্ধিত প্রতিষ্ঠান। দাতারা ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দান করতে পারবেন। পাঁচ মাসের কিস্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রকল্পটির উদ্যোক্তারা একে শুধু একটি সমাধিস্থল নয়, বরং একটি স্থায়ী সাদাকায়ে জারিয়াহ হিসেবে উল্লেখ করেছেন, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দাফনের নিশ্চয়তা দেবে। দারুসসালাম প্রকল্পকে অস্ট্রেলিয়ায় মুসলিম সম্প্রদায়ের সামাজিক সংহতি ও ধর্মীয় চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
প্রকল্পটির ব্যাংক হিসাব বিবরণীতে দান করতে ইচ্ছুক ব্যক্তিরা দারুসসালাম ওয়েলফেয়ার সেন্টার লিমিটেডের ওয়েস্টপ্যাক ব্যাংকের বিএসবি 032-057 এবং 485527 অ্যাকাউন্ট নম্বরে অর্থ প্রেরণ করতে পারবেন।
দানের আগে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হয়েছে। ওয়েবসাইট ভিজিট করে বা সরাসরি অফিসে যোগাযোগ করে বিস্তারিত তথ্য নিতে পারেন।
তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো