Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট- ২৮ জুন, ২০২৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৫:৫৩

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট- ২৮ জুন, ২০২৫

সংবাদের অডিও শুনতে ক্লিক করুন

সৌদি আরব

জিসিসিভুক্ত উপসাগরীয় অঞ্চলের পাঁচ দেশের নাগরিক ও বাসিন্দারা এখন ওমরাহ করতে পারবে বলে জানিয়েছে সৌদি আরব। হজকে সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে হজ মৌসুমে ওমরাহ করা বন্ধ করে দিয়েছিল দেশটি। এখন থেকে ওমরাহর জন্য স্থল, নৌ এবং বিমানবন্দর খুলে দেয়া হয়েছে। প্রতিদিন ১৩শ বেশি ফ্লাইট ওড়ার সুবিধা দিয়ে দেশটি তার আকাশসীমা খুলে দিয়েছে। এদিকে, সাত লাখেরও বেশি মাদকের বড়ির এক চালান আটকে দিয়েছে দেশটির জেদ্দা পোর্ট। সূত্র: গালফ নিউজ, সৌদি গ্যাজেট 


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে চার কেজি ওজনের আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দেশটির চাষি সাইদ আল মালি। ফুজাইরার একটি ফার্মে উৎপাদিত এই অর্গানিক আমের দাম ধরা হয়েছে ২৫ দিরহাম। টক-মিষ্টি স্বাদের এই মালদা আম দেশটির খোরফাক্কানে ম্যাংগো ফেস্টিভ্যালে আগতদের চমকে দিয়েছে। এদিকে বিগ টিকিট লটারিতে ১ লাখ ৫০ হাজার দিরহাম বা প্রায় ৪৫ লাখ টাকা জিতেছেন এক ভারতীয় প্রবাসী। অন্যদিকে, আরব আমিরাতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে দেশটিতে গরম ও আর্দ্রতা আরো বাড়বে।


বাহরাইন

বাহরাইনে জরুরি সাইরেন বাজাতে মসজিদের মাইক ব্যবহারের বিষয়ে মতামত দিয়েছেন দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিউজ অব বাহরাইনের এক রিপোর্টে তারা বলেছেন, দেশের সব এলাকায় যেহেতু মসজিদ আছে, তাই খুব জরুরি প্রয়োজনে মসজিদের মাইকে সাইরেন বাজালে তা সব বাসিন্দা শুনতে পাবে। নিরাপত্তায় তা কার্যকর ব্যবস্থা হতে পারে। মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতিতে সাইরেন, নিরাপত্তা জোরদার দেশগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিষয়ে পরিণত হয়েছে। এছাড়া সংঘাতের সময় বিদেশ থেকে নিজ নাগরিকদের ফিরিয়ে আনার বিষয়ে নতুন স্ট্যান্ডার্ড ও অগ্রাধিকার ঠিক করেছে বাহরাইন। ইরান-ইসরায়েল ১২ দিনের সংঘাতের পর এখন পর্যন্ত সংঘাতপূর্ণ এলাকা থেকে ২, ৫৮৬ বাইরাইনিকে দেশটি ফিরিয়ে এনেছে। 


কাতার

কাতারের সরকার নাগরিক ও বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে, কোথাও যদি মিসাইলের কোনো ধ্বংসাবশেষ বা সন্দেহজনক কিছু দেখতে পায়, তাহলে তারা যেন পুলিশকে জানায়। সন্দেহজনক কোনো ধ্বংসাবশেষ ধরতেও নাগরিকদের সতর্ক করা হয়েছে। ইরান-ইসরায়েল যুদ্ধের সময় দেশটির রাজধানী দোহার আল উইদিদে মার্কিন ঘাঁটিতে ১৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। 


কুয়েত

টেলিফোন ও ইলেকট্রনিক ফতোয়া সেবা চালু করেছে কুয়েত। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বাস্তবতায় সহজলভ্য ও নির্ভরযোগ্য শরিয়াহ নির্দেশনা প্রদান করা। এই উপলক্ষে সাধারণ সচিবালয়ের ভারপ্রাপ্ত মহাসচিব নাসের আল-হামাদ বলেন, এই উদ্যোগটি জনগণের জন্য নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক ধর্মীয় রায় বা ফতোয়া পাওয়াকে সহজতর করার জন্য তৈরি করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রকল্পটি আধুনিক যোগাযোগ ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বিশ্বস্ত ফতোয়া সেবা পাওয়ার ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন। সূত্র: কুয়েত টাইমস

Logo