Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

আমেরিকায় আইন ভাঙলেই গ্রেপ্তার ও দেশে ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ২০:১৫

আমেরিকায় আইন ভাঙলেই গ্রেপ্তার ও দেশে ফেরত

সংবাদের অডিও শুনতে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বসবাসরত অস্থায়ী ভিসাধারীদের জন্য নতুন "ক্যাচ অ্যান্ড রিভোক" (Catch and Revoke) নীতিমালা প্রবর্তন করেছে ট্রাম্প প্রশাসন। এই কঠোর নীতির আওতায় কোনো বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করলে তার ভিসা অবিলম্বে বাতিল করা হবে এবং তাকে দেশ থেকে বহিষ্কার করা হতে পারে।

নীতির মূল দিকগুলো 

একবার শাস্তি (One-Strike Policy): যে কোনো আইন লঙ্ঘনের ঘটনা হোক তা ছোট বা বড়; ভিসা বাতিলের জন্য যথেষ্ট। এই নীতির আওতায় অস্থায়ী ভিসাধারী, পর্যটক, H-1B কর্মী এবং F-1 শিক্ষার্থীরা পড়েন।

ভিসা একটি সুবিধা, অধিকার নয়: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, "যখনই সরকার কোনো অ-আমেরিকান নাগরিককে আমাদের আইন ভঙ্গ করতে ধরবে, আমরা তাদের অবস্থান বাতিল করার ব্যবস্থা নেব।"

সন্ত্রাসবাদ সমর্থনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: যেসব বিদেশি নাগরিক সন্ত্রাসী কার্যকলাপ সমর্থন করেন বা অন্যদের তা সমর্থনে উৎসাহিত করেন, তাদের ভিসা বাতিল করা হবে। এই সিদ্ধান্ত ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে নেওয়া হয়েছে।

H-1B আবেদনকারীদের জন্য অতিরিক্ত যাচাই: যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) এখন H-1B এবং অন্যান্য কর্মভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য অতিরিক্ত তথ্যের অনুরোধ (Request for Evidence) জারি করছে, বিশেষ করে যদি তাদের বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য থাকে।

ঝুঁকিতে কারা

F-1 শিক্ষার্থী: বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মতামত প্রকাশ করেন বা প্রতিবাদে অংশ নেন, তাদের ভিসা বাতিলের ঝুঁকি রয়েছে।

H-1B কর্মী: যদি কোনো কর্মীর বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে, তবে তার ভিসা বাতিল এবং বহিষ্কারের আশঙ্কা থাকে।

পর্যটক ও অন্যান্য অস্থায়ী ভিসাধারী: যে কোনো ছোটখাটো আইন লঙ্ঘন। যেমন- ট্রাফিক নিয়ম ভঙ্গ বা পাবলিক অর্ডার লঙ্ঘন; ভিসা বাতিলের কারণ হতে পারে।

করণীয়

আইন মেনে চলুন: যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সব আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোশ্যাল মিডিয়ায় সতর্কতা: সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিতর্কিত বা উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকুন।

আইনি পরামর্শ নিন: যদি কোনো আইনি সমস্যার সম্মুখীন হন, তবে অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর পরামর্শ নিন।

ভ্রমণের আগে প্রস্তুতি: যদি আপনি যুক্তরাষ্ট্রে ফিরে আসতে চান, তবে আপনার ভিসার অবস্থা এবং অতীত রেকর্ড যাচাই করুন।

এই নীতির ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক বিদেশি নাগরিকের জন্য ঝুঁকি বেড়েছে। তাই সতর্ক থাকা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Logo