Logo
×

Follow Us

ইউরোপ

অস্ট্রিয়ার ভিয়েনায় ডিস্ট্রিক্ট কাউন্সিলর হলেন বাংলাদেশের নয়ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৫

অস্ট্রিয়ার ভিয়েনায় ডিস্ট্রিক্ট কাউন্সিলর হলেন বাংলাদেশের নয়ন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ রাজনীতিক মাহমুদুর রহমান নয়ন।

২৭ এপ্রিল ভিয়েনা সিটি ও রাজ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৩ নম্বর ডিস্ট্রিক্ট থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পুনরায় নির্বাচিত হন নয়ন।

ভোলার লালমোহন উপজেলার সন্তান মাহমুদুর রহমান নয়নের পরিবার চার দশকেরও বেশি সময় ধরে ভিয়েনায় বসবাস করছে।

তিনি ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের একমাত্র ছেলে। তিন বোন, এক ভাইয়ের মধ্যে নয়ন সবার ছোট।

শিক্ষাজীবনের শুরুতেই রাজনীতির সঙ্গে যুক্ত হন নয়ন। ২০১২-২০১৩ সালে তিনি দেশটির হায়ার টেকনিক্যাল কলেজ থেকে অস্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন, যেখানে তিনি প্রায় ১১ লাখ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করেন।

মাত্র ২৯ বছর বয়সে অস্ট্রিয়ান মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান গড়ে নেন নয়ন। তিনি অস্ট্রিয়ান পিপলস পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ২০২০ সালে প্রথমবারের মতো ২৩ নম্বর ডিস্ট্রিক্টের কাউন্সিলর নির্বাচিত হন। এবার একই ডিস্ট্রিক্ট থেকে পুনর্নির্বাচিত হলেন।

পেশাগতভাবে নয়ন ভিয়েনা থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম ‘ইউরো বাংলা টাইমস’-এর এডিটর-ইন-চিফ।

নির্বাচিত হওয়ার পর নয়ন তার ২৩ নম্বর ডিস্ট্রিক্টের বাংলাদেশি-অস্ট্রিয়ান নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

Logo