Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

শিক্ষার্থী ভিসায় লেজেগোবরে, পিছু হটল ট্রাম্প প্রশাসন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৫২

শিক্ষার্থী ভিসায় লেজেগোবরে, পিছু হটল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসে তাদের আইনি মর্যাদা পুনর্বহাল করেছে। এই সিদ্ধান্তের ফলে হাজারেরও বেশি শিক্ষার্থী, যারা হঠাৎ করে তাদের বৈধ অবস্থান হারিয়েছিলেন, এখন আবার যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও কাজ চালিয়ে যেতে পারবেন।

২০২৫ সালের এপ্রিলের শুরুতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) সংস্থা SEVIS (Student and Exchange Visitor Information System) ডাটাবেস থেকে প্রায় ৪,৭০০ আন্তর্জাতিক শিক্ষার্থীর রেকর্ড মুছে ফেলে। ফলে অনেক শিক্ষার্থী তাদের বৈধ অবস্থান হারিয়ে চাকরি ও আবাসন হারান এবং কেউ কেউ দেশ ছেড়ে যেতে বাধ্য হন। অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল খুবই সামান্য। যেমন- ট্রাফিক লঙ্ঘন বা খারিজ হওয়া মামলার ভিত্তিতে। এমনকি কিছু শিক্ষার্থী কোনো কারণ ছাড়াই তাদের ভিসা বাতিলের নোটিশ পান। 

এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন রাজ্যে অন্তত ৬৫টি মামলা দায়ের করেন। বিচারকরা অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীদের পক্ষে অস্থায়ী আদেশ জারি করেন, যাতে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান ও পড়াশোনা চালিয়ে যেতে পারেন। এই চাপের মুখে ICE ঘোষণা করে, তারা নতুন নীতিমালা প্রণয়ন না করা পর্যন্ত শিক্ষার্থীদের SEVIS রেকর্ড পুনর্বহাল করবে। তবে যাদের ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে, তাদের ক্ষেত্রে এই পুনর্বহাল প্রযোজ্য হবে না। 

বাংলাদেশি শিক্ষার্থী আনজান রায়, যিনি মিসৌরি স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তিনি জানান, তিনি হঠাৎ করে একটি ই-মেইল পান, যেখানে বলা হয় তার আইনি অবস্থান বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত তার পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধাক্কা দেয়। অনেক শিক্ষার্থীই এমন অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন, যা তাদের মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।  এই ঘটনার পর, শিক্ষাবিদ, আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তারা বলেন, এই নীতিমালা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রকে অনিরাপদ গন্তব্যে পরিণত করতে পারে। ICE বর্তমানে একটি নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের আইনি অবস্থান নির্ধারণে ভূমিকা রাখবে। 

এই পরিস্থিতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করছে, যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে ইচ্ছুক। তাদের এখন আরো সতর্ক থাকতে হবে এবং সম্ভাব্য নীতিমালার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান 

Logo