Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কর্মীরা ভিসা আইন না মানলে স্পন্সরদেরও শাস্তি দেবে সৌদি সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৪০

কর্মীরা ভিসা আইন না মানলে স্পন্সরদেরও শাস্তি দেবে সৌদি সরকার

সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয় সম্প্রতি একটি নতুন নির্দেশনা জারি করেছে। যার অধীনে বিদেশি কর্মীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা সৌদি আরবে অবস্থান করছেন, তাদের স্পন্সর/কফিলদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই শাস্তির মধ্যে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বিদেশি স্পন্সরদের কারাদণ্ড ভোগ করার পর দেশে ফেরত পাঠানো হবে। 

এছাড়া যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রেও একই ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। এদের ক্ষেত্রে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

এই নতুন নিয়মের লক্ষ্য হলো সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের সংখ্যা কমিয়ে আনা এবং শ্রমবাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এটি স্পন্সরদেরও দায়িত্বশীল করে তুলবে, যাতে তারা তাদের অধীনে থাকা কর্মীদের ভিসার মেয়াদ এবং অবস্থান সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে।

উল্লেখ্য, সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয় এই নির্দেশনা জারির মাধ্যমে শ্রমবাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

তথ্যসূত্র: সৌদি গেজেট 

Logo