Logo
×

Follow Us

এশিয়া

লাওস: সম্ভাবনাময় পর্যটন গন্তব্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:০৩

লাওস: সম্ভাবনাময় পর্যটন গন্তব্য

বিশ্বব্যাপী ভ্রমণবিষয়ক প্রকাশনা ট্রাভেলপালস ২০২৬ সালে লাওসকে অন্যতম সেরা ভ্রমণ গন্তব্য হিসেবে ঘোষণা করেছে। আন্তর্জাতিক ভ্রমণ বিশেষজ্ঞ ও পরামর্শদাতাদের একটি প্যানেল জরিপের মাধ্যমে এ ফলাফল নির্ধারণ করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই তালিকা তৈরিতে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বা প্রভাবশালীদের মতামত কোনো প্রভাব ফেলেনি।

ট্রাভেলপালসের স্বীকৃতি লাওসকে একটি প্রতিশ্রুতিশীল ও ভবিষ্যৎমুখী গন্তব্য হিসেবে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। একই সঙ্গে দেশটির জন্য টেকসই পর্যটন বিকাশের নতুন সুযোগ তৈরি হয়েছে। গ্লোবাল ট্রাভেল মোমেন্টসের প্রতিষ্ঠাতা ডানকান গ্রিনফিল্ড-টার্ক বলেন, “লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে গোপন ‘গোপনীয়তা’গুলোর একটি। উন্নত আঞ্চলিক যোগাযোগ ও বিশ্বমানের বিলাসবহুল হোটেল থাকার কারণে ২০২৬ সাল হবে লাওস বিচক্ষণ ভ্রমণকারীদের আকর্ষণ করার বছর।”  

লাওস ছাড়াও মিসর, জ্যামাইকা, পর্তুগাল, মেক্সিকো, বেলিজ ও পানামা ট্রাভেলপালসের ২০২৬ সালের শীর্ষ ভ্রমণ গন্তব্যের তালিকায় স্থান পেয়েছে।  

পর্যটন বিশেষজ্ঞরা মনে করেন, লাওসকে আলাদা করে তোলে এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। রাজকীয় মেকং নদী, পাহাড়ি ভূদৃশ্য এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য দেশটিকে অনন্য করেছে। ফরাসি ঔপনিবেশিক স্থাপত্য ও সমৃদ্ধ বৌদ্ধ মন্দির ব্যবস্থা লাওসের ঐতিহ্যকে আরো বৈচিত্র্যময় করেছে।  

লাওসে পর্যটকদের অতিরিক্ত ভিড় নিয়ে চিন্তা করতে হয় না। বরং তারা শান্ত পরিবেশে প্রাকৃতিক বিস্ময় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতা নিতে পারেন। দেশটির অবকাঠামো ক্রমাগত উন্নত হচ্ছে। উন্নত আঞ্চলিক সংযোগ ও বিশ্বমানের থাকার ব্যবস্থা তৈরি হলেও স্থানীয় পরিচয়কে সম্মান ও সংরক্ষণ করা হচ্ছে।  

আন্তর্জাতিক পর্যটন সম্প্রদায়ের স্বীকৃতি শুধু লাওসের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের মূল্যকেই নিশ্চিত করছে না, বরং দেশটির জন্য আরো আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের সুযোগও তৈরি করছে। এর ফলে টেকসই পর্যটন উন্নয়ন সম্ভব হবে এবং স্থানীয় জনগণের জন্য বাস্তব অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।

Logo