ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এনসিআর অঞ্চলে শীতের তীব্রতা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। সফদরজং আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ৯ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের গড় তাপমাত্রার তুলনায় অনেক কম। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়া এবং হালকা বৃষ্টির কারণে শৈত্যপ্রবাহ আরো তীব্র হয়েছে।
শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে বৃষ্টি হওয়ায় বাসিন্দারা অপ্রস্তুত হয়ে পড়েন। গুরুগ্রাম, নয়ডা, লোদি রোড, ইন্ডিয়া গেট, নেহরু স্টেডিয়াম, বসন্ত কুঞ্জ, হাউস খাসসহ বহু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং আগামী কয়েক দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
বৃষ্টিপাত সত্ত্বেও দিল্লির বায়ুদূষণ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য অনুযায়ী, রাজধানীর সামগ্রিক বায়ু মান সূচক (একিউআই) ছিল ২৮০, যা ‘খারাপ’ হিসেবে চিহ্নিত। আনন্দ বিহারে একিউআই রেকর্ড হয়েছে ৩৮৫, নেহরু নগরে ৩৯২, জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৩৫৪ এবং চাঁদনি চকে ৩৩৫।
আইজিআই বিমানবন্দর টার্মিনাল ৩-এ একিউআই ছিল ২৫২, যা তুলনামূলকভাবে ভালো হলেও এখনো ‘খারাপ’ শ্রেণিতে পড়ে। অন্যান্য এলাকায়ও দূষণের মাত্রা উচ্চ পর্যায়ে রয়েছে।
logo-1-1740906910.png)