Logo
×

Follow Us

এশিয়া

ভিয়েতনামে আসছে দা লাটে চেরি ব্লসম ফেস্টিভ্যাল ২০২৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১১:২২

ভিয়েতনামে আসছে দা লাটে চেরি ব্লসম ফেস্টিভ্যাল ২০২৬

ভিয়েতনামের দা লাট শহরে বসন্তের আগমনী বার্তা নিয়ে আগামী ১৬ জানুয়ারি শুরু হতে যাচ্ছে চেরি ব্লসম ফেস্টিভ্যাল দা লাট স্প্রিং ২০২৬। লাম ভিয়েন স্কোয়ারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উৎসবটি পার্টির ১৪তম জাতীয় কংগ্রেস উদযাপন, বসন্ত উৎসব এবং আসন্ন ১১তম দা লাট ফুল উৎসবের সঙ্গে যুক্ত হয়ে শহরজুড়ে এক প্রাণবন্ত আবহ তৈরি করবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হবে “দা লাট- দ্য লিজেন্ড অব অ্যা ফ্লাওয়ার” শিরোনামের আধা-বাস্তববাদী শিল্পকর্ম। এতে অংশ নেবেন জনপ্রিয় শিল্পী হং নুং, কোয়াং ডাং, হোয়াং ইয়েন চিবি, পিয়ালিনসহ আরো অনেকে। ডিজাইনার থুয়ান ভিয়েত ও নগুয়েন থিয়েন খান এবং ভিয়েত হাই নৃত্য দলের অংশগ্রহণে মঞ্চটি রঙিন হয়ে উঠবে।  

চেরি ফুল দা লাটের দীর্ঘদিনের নান্দনিক ও আবেগগত প্রতীক। শহরের রাস্তাঘাট, পাহাড়ের ধার ও পর্যটন এলাকায় গোলাপি ফুলের সারি শুধু রোমান্টিক দৃশ্যই নয়, বরং পাহাড়ি শহরের শান্তিপূর্ণ জীবনযাত্রার প্রতিচ্ছবি।  

এই বছরের উৎসব নাট্য উপাদান কমিয়ে প্রাকৃতিক স্থানে সরাসরি অভিজ্ঞতার ওপর জোর দেবে। দর্শনার্থীরা অফিসিয়াল মানচিত্রের মাধ্যমে সেরা চেরি ফুল দেখার স্থানগুলোতে যেতে পারবেন। হ্রদের ধারে, চায়ের পাহাড়, উপত্যকা ও পর্যটন এলাকাগুলোতে ফুলের সৌন্দর্যের সঙ্গে সাংস্কৃতিক অভিজ্ঞতা যুক্ত থাকবে।  

উৎসব চলাকালে হ্রদের ধারে ও জনসাধারণের স্থানে চেরি ফুলের গাছ রোপণ করা হবে। আলোয় সজ্জিত ফুলের সারিবদ্ধ রাস্তাগুলো ফটোগ্রাফি, চিত্রকলা ও রাস্তার শিল্পকর্মের পরিবেশনায় রূপ নেবে। এছাড়া কাউ দাত চা অঞ্চল, ভালোবাসার উপত্যকা এবং অন্যান্য এলাকায় সাংস্কৃতিক বিনিময়, লোকনৃত্য ও সেন্ট্রাল হাইল্যান্ডস গং পরিবেশনা অনুষ্ঠিত হবে।  

এই উৎসব বসন্তের দিনগুলোতে দা লাটকে রঙে-রসে ভরিয়ে তুলবে এবং স্থানীয় ও পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে। 

Logo