মালয়েশিয়া ৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের বহুল প্রতীক্ষিত ভিজিট মালয়েশিয়া ২০২৬ (VM2026) ক্যাম্পেইন উদ্বোধন করেছে। রাজধানীর MAB ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সের হ্যাঙ্গার ৬-এ আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইয়াব দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ক্যাম্পেইনের লোগো, মাসকট, থিম সং এবং এয়ারক্রাফট লিভারি উন্মোচন করেন।
VM2026-এর লোগো মালয়েশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও বৈশ্বিক আকর্ষণের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। প্রথমবারের মতো মালয়েশিয়া এয়ারলাইন্স, বাতিক এয়ার এবং এয়ারএশিয়ার বিমানে এই লোগো ব্যবহার করা হবে, যা পর্যটন প্রচারে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক।
অনুষ্ঠানে ক্যাম্পেইনের অফিসিয়াল থিম সং “Surreal Experiences” প্রকাশ করা হয়। গানটি মালয়েশিয়ার অনন্য অভিজ্ঞতা তুলে ধরবে এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মালয়েশিয়ার বিপন্ন প্রাণী মালয়ান সান বিয়ার-কে ক্যাম্পেইনের অফিসিয়াল আইকন হিসেবে ঘোষণা করা হয়। কার্টুনধর্মী নকশায় তৈরি এই মাসকট সব বয়সের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবং দেশটির বন্যপ্রাণী সংরক্ষণের প্রতিশ্রুতি তুলে ধরবে।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যা VM2026-এর জাতীয় গুরুত্বকে প্রতিফলিত করে। মালয়েশিয়ার জাতীয় এজেন্ডার অংশ হিসেবে এই ক্যাম্পেইনের লক্ষ্য পর্যটন আয় বৃদ্ধি, বৈশ্বিক প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থান তৈরি এবং দেশের জিডিপিতে পর্যটন খাতকে অন্যতম বড় অবদানকারী হিসেবে প্রতিষ্ঠা করা।
এছাড়া অনুষ্ঠানে মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ, এয়ারএশিয়া, বাতিক এয়ার, মালয়েশিয়া এয়ারপোর্টস হোল্ডিংস, হুয়াওয়ে, মাস্টারকার্ড, শাংরি-লা হোটেলস, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, MATTA এবং MAH-এর সঙ্গে সমঝোতা স্মারক বিনিময় হয়। এসব অংশীদারিত্বের মাধ্যমে পর্যটন খাতে প্রযুক্তি, সংযোগ, বিপণন ও ভ্রমণ অভিজ্ঞতা আরো উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
VM2026-এর প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারে অনুষ্ঠিত হবে Malaysia Sarong Music Run (MSMR) 2025। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অনুমোদিত এই সাংস্কৃতিক ও ফিটনেস ইভেন্টে ২০ হাজারের বেশি অংশগ্রহণকারী আশা করা হচ্ছে।
মালয়েশিয়া ২০২৬ সালে ৩৫.৬ মিলিয়ন পর্যটক আকর্ষণ এবং ১৪৭.১ বিলিয়ন রিংগিত আয় করার লক্ষ্য নির্ধারণ করেছে। পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের নেতৃত্বে VM2026 দেশটির পর্যটন খাতে নতুন অধ্যায় সূচনা করবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)