Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৮ জানুয়ারি

মালয়েশিয়ায় ২৬ জন বাংলাদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৩২

মালয়েশিয়ায় ২৬ জন বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে দেশটির ইমিগ্রেশন বিভাগ ২৬ জন অবৈধ বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে। চলমান অভিযানে সেরেম্বান ও নিলাই এলাকায় ইমিগ্রেশন বিভাগ ১৩টি বিশেষ অভিযান চালায় এবং ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করে। গত মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার ভোর ১টা পর্যন্ত এই অভিযান চলে, যেখানে মোট ৩৯৫ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়।

আটককৃতদের মধ্যে ছিল ৭১ পুরুষ ও ৬ জন নারী, যাদের সবাই এশিয়ান। এদের মধ্যে বাংলাদেশি ২৬ জন, ইন্দোনেশিয়ার ৪ জন, পাকিস্তানের ১০ জন, ভারতীয় ২৬ জন, থাই ৬ জন এবং মিয়ানমারের ৫ জন রয়েছেন। এদের মধ্যে ৫৫ জনই একটি সাবান ফ্যাক্টরিতে কাজ করতেন।

ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানিয়েছেন, মূল অপরাধগুলোর মধ্যে ছিল বৈধ পাসপোর্ট বা ভিসা না থাকা, ওভারস্টে করা এবং অন্যান্য ইমিগ্রেশন আইন লঙ্ঘন। আটককৃতদের লেনগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং তদন্ত চলছে।

তিনি আরো জানান, শুধু অভিবাসীদের বিরুদ্ধে নয়, যারা তাদের নিয়োগ বা আশ্রয়কর্তা, তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যেন ভবিষ্যতে এই ধরনের অপরাধ রোধ করা যায়। 

Logo