মালয়েশিয়ায় রিংগিত শক্তিশালী হওয়ায় প্রবাসী আয় কমছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১২
মালয়েশিয়ার মুদ্রা রিংগিত শক্তিশালী হওয়ায় প্রবাসী শ্রমিকরা দেশে কম টাকা পাঠাচ্ছেন এবং স্থানীয়ভাবে বেশি অর্থ ধরে রাখছেন। দেশটির বৃহত্তম মানি সার্ভিস অপারেটর Merchantrade Asia জানিয়েছে, রিংগিতের মান বৃদ্ধির কারণে রেমিট্যান্স আউটফ্লো কমলেও লেনদেনের সংখ্যা বেড়েছে।
Merchantrade-এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ইভান এলিয়াস বলেন, “২০২৫ সালের ডিসেম্বরের তথ্য আগের বছরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, মোট রেমিট্যান্স আউটফ্লো কমেছে। তবে লেনদেনের সংখ্যা বেড়েছে ২৫ শতাংশের বেশি।” তিনি জানান, রিংগিত গত বছর মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৯ শতাংশ শক্তিশালী হয়েছে।
ইভান এলিয়াস আরো বলেন, প্রবাসী শ্রমিকরা বেশি অর্থ মালয়েশিয়ায় রেখে দিচ্ছেন, ফলে স্থানীয় বাজারে তাদের খরচ বেড়েছে। নতুন ব্যবহারকারীরা অনানুষ্ঠানিক চ্যানেল থেকে সরে এসে Merchantrade-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। একই সঙ্গে পুরোনো গ্রাহকরা ছোট ছোট অঙ্কে বারবার টাকা পাঠাচ্ছেন।
ব্যাংক নেগারা মালয়েশিয়ার ২০২৪ সালের অর্থনৈতিক ও মুদ্রা পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে প্রায় ২৫ লাখ সক্রিয় বিদেশি শ্রমিক ছিলেন। তারা ২০২৪ সালে নিজ দেশে পাঠিয়েছেন ৩২.৬ বিলিয়ন রিংগিত, যা ২০১৯ সালের ৩১.৪ বিলিয়ন রিংগিতের তুলনায় বেশি।
Merchantrade Asia মালয়েশিয়ার সবচেয়ে বড় মানি সার্ভিস অপারেটর, যা Kenanga Investment Bank দ্বারা সমর্থিত। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার ও মুদ্রা বিনিময় সেবা দেয় ৯৪টি শাখা এবং ৪০০-এর বেশি এজেন্ট লোকেশনের মাধ্যমে। এগুলো রয়েছে ডিউটি-ফ্রি জোন, ট্রাভেল এজেন্সি, বিলাসবহুল হোটেল ও বড় শপিং মলে। এছাড়া তারা ডিজিটাল পেমেন্ট সেবা ও ভ্রমণ বীমাও প্রদান করে।
logo-1-1740906910.png)