Logo
×

Follow Us

এশিয়া

মালদ্বীপে আনডকুমেন্টেড প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০০:১০

মালদ্বীপে আনডকুমেন্টেড প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ

মালদ্বীপে বসবাসরত আনডকুমেন্টেড প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। এ জন্য চালু করা হয়েছে একটি ম্যাস লিগ্যালাইজেশন প্রোগ্রাম, যা চলবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত। প্রবাসীদের বৈধভাবে কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।  

প্রোগ্রামের আওতায় বৈধ হতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, যেসব কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট নেই তারা আবেদন করতে পারবেন। তবে যারা কোনো অপরাধের কারণে ব্ল্যাকলিস্টেড হয়েছেন, তারা এই সুবিধা পাবেন না। আবেদনকারীকে অবশ্যই বর্তমানে মালদ্বীপে অবস্থান করতে হবে।  

যে কোম্পানি বা নিয়োগকর্তার অধীনে পূর্বে ওয়ার্ক পারমিট ছিল, সেখানে পুনরায় বৈধ হওয়ার সুযোগ নেই। এই সুবিধা একবারই পাওয়া যাবে। এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৫-এর আগে যারা ‘মিসিং রিপোর্ট’ হয়েছেন, তারাও বৈধ হওয়ার সুযোগ পাবেন।  

বর্তমান নিয়োগকর্তা বা কোম্পানিকে Expat System এর মাধ্যমে কর্মীকে বৈধ করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এ বিষয়ে শিগগিরই নিয়োগকর্তাদের জন্য একটি ইউজার গাইডলাইন প্রকাশ করবে মন্ত্রণালয়।  

যেসব আনডকুমেন্টেড কর্মী অপারেশন কুরাঙ্গীর আওতায় বায়োমেট্রিক তথ্য দিয়েছেন কিন্তু বর্তমানে কোনো নিয়োগকর্তা নেই, তারা সরাসরি আবেদন করতে পারবেন। এজন্য Homeland Security and Technology Ministry প্রদত্ত অনলাইন ফরম পূরণ করতে হবে। ফরমের লিংক: https://forms.office.com/r/b4CP5SLiAK । 

পরবর্তী সময়ে মন্ত্রণালয় তাদের তথ্য বিভিন্ন নিয়োগকর্তার কাছে সরবরাহ করবে, যাদের লোকবল প্রয়োজন। এভাবে কাজের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ তৈরি হবে।  

মালদ্বীপে বিপুল সংখ্যক প্রবাসী কর্মী কাজ করেন, যাদের মধ্যে অনেকেই আনডকুমেন্টেড অবস্থায় রয়েছেন। বৈধ হওয়ার এই সুযোগ তাদের জন্য নতুন আশার আলো। এতে প্রবাসীরা বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন এবং শ্রমবাজারে শৃঙ্খলা ফিরবে। একই সঙ্গে নিয়োগকর্তারাও প্রয়োজনীয় জনবল সহজে পেতে পারবেন।  

সরকারি এই উদ্যোগকে প্রবাসীরা ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, বৈধ হওয়ার সুযোগ তাদের জীবনযাত্রা নিরাপদ করবে এবং কর্মসংস্থানে স্থিতিশীলতা আনবে।

Logo