Logo
×

Follow Us

এশিয়া

দক্ষিণ কোরিয়ায় ছয়টি দেশের পর্যটকদের বিশেষ সুবিধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:৪৬

দক্ষিণ কোরিয়ায় ছয়টি দেশের পর্যটকদের বিশেষ সুবিধা

দক্ষিণ কোরিয়া ভারতসহ ছয়টি দেশের গ্রুপ পর্যটকদের জন্য ভিসা প্রসেসিং ফি মওকুফের মেয়াদ বাড়িয়েছে। দেশটির পর্যটন খাতকে আরো সক্রিয় করতে এবং বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুন ২০২৬ পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে।  টাইমস অব ইন্ডিয়া এই সংবাদ প্রকাশ করেছে।

দক্ষিণ কোরিয়ার পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ছাড়াও চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ার গ্রুপ পর্যটকরা এই সুবিধা পাবেন। তারা সি-৩-২ ভিসা ক্যাটাগরিতে আবেদন করলে ভিসা ফি দিতে হবে না। মূলত পর্যটন সংস্থার মাধ্যমে দলগতভাবে ভ্রমণকারীদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে।

কোভিড-১৯ মহামারির পর দক্ষিণ কোরিয়ার পর্যটন খাত আবারো ঘুরে দাঁড়াচ্ছে। বিদেশি পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে এবং প্রায় মহামারির আগের স্তরে পৌঁছেছে। ভিসা ফি মওকুফের মাধ্যমে দেশটি পর্যটন খাতে গতি বজায় রাখতে চায়, বিশেষ করে আসন্ন গ্রীষ্ম মৌসুমে। সরকার মনে করছে, ভিসা ফি মওকুফের ফলে পর্যটকদের আগমন আরো বাড়বে এবং পর্যটন খাতের আয় বৃদ্ধি পাবে।  

এই সিদ্ধান্তে সরাসরি উপকার পাবেন ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটকরা। ভিসা ফি মওকুফের ফলে ভ্রমণ ব্যয় কিছুটা কমে যাবে, যা পর্যটকদের জন্য আকর্ষণীয় হবে। এতে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও বিনোদন খাত সরাসরি উপকৃত হবে। স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হবেন এবং কর্মসংস্থানও বাড়বে।  

অর্থনীতির বৃহত্তর প্রেক্ষাপটে পর্যটন আয় বৃদ্ধি দেশের জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পর্যটন খাতের সম্প্রসারণের মাধ্যমে দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক পর্যটন বাজারে আরো প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবে।  

ভারতসহ অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় হবে। বিশেষ করে ভারতীয় পর্যটকদের জন্য এই সুবিধা দক্ষিণ কোরিয়ার প্রতি আগ্রহ বাড়াবে। দুই দেশের মধ্যে পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পেলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে।  

দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছে, পর্যটন খাতকে আরো উন্নত করতে তারা বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে রয়েছে পর্যটন অবকাঠামো উন্নয়ন, নতুন আকর্ষণীয় স্থান প্রচার এবং বিদেশি পর্যটকদের জন্য সহজতর ভিসা ব্যবস্থা। ভিসা ফি মওকুফের মেয়াদ বাড়ানো সেই পরিকল্পনারই অংশ।

Logo