Logo
×

Follow Us

এশিয়া

প্রক্রিয়া জটিল, পোস্টাল ব্যালটে প্রবাসীদের সাড়া কম মালয়েশিয়ায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:০৫

প্রক্রিয়া জটিল, পোস্টাল ব্যালটে প্রবাসীদের সাড়া কম মালয়েশিয়ায়

পোস্টাল ব্যালটের নিবন্ধন প্রক্রিয়া জটিল বলে প্রবাসীদের রেজিস্ট্রেশনে গতি কম। যদিও অনলাইনে ভোটের বিষয়ে প্রবাসীদের বিপুল আগ্রহ রয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম) সদস্যরা। 

৩০ ডিসেম্বর বিয়ামের সদস্যরা বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর (কনস্যুলার) মোরশেদুল আলমের সাথে সৌজন্য দেখা করেন। এ সময় মোরশেদুল ইসলাম নির্দেশনা দেন, যাতে বিয়ামের সদস্যরা ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে পাশে দাঁড়ান।

সপ্তাহব্যাপী চলমান কর্মসূচিতে বিভিন্ন স্পটে পোস্টাল ভোটে প্রবাসীদের সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে বিয়ামের সদস্যরা।  

এ প্রসঙ্গে বিয়ামের সভাপতি বশির ইবনে জাফর জানান, যেদিন থেকে পোস্টাল ব্যালট ওপেন হয়েছে, সেদিন থেকেই তাদের সংগঠন বাংলাদেশি অধ্যুষিত এরিয়াগুলোতে বুথের মাধ্যমে এ কাজে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করে আসছে। বশির ইবনে জাফর জানিয়েছেন, ৫ জানুয়ারি পর্যন্ত বিয়ামের এই কার্যক্রম চালু থাকবে।

এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, পোস্টাল ভোটার নিবন্ধনের সময় ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

রাশিদুল ইসলাম, কুয়ালালামপুর থেকে

Logo