Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর

মালয়েশিয়ায় বছরজুড়ে অভিযানে ৯০ হাজার আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৬

মালয়েশিয়ায় বছরজুড়ে অভিযানে ৯০ হাজার আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বছরব্যাপী পরিচালিত ধারাবাহিক চিরুনি অভিযানে বিপুল সংখ্যক মানুষকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের শুরু থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত ১৩ হাজার ৬৭৮টি অভিযানে মোট ৯০ হাজার ৮২৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ১০৫ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।  

অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি ২৭ ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ে মোট ২ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় তাদের মধ্যে বিপুল সংখ্যককে আটক করা হয়েছে। তল্লাশিতে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্ডধারী ৫ হাজার ২৯৪ জনও ধরা পড়েছেন।  

পরিসংখ্যান অনুযায়ী, সরাসরি অভিযানে আটক হয়েছে ৫০ হাজার ৪৭২ জন এবং দেশটির প্রবেশপথ ও অন্যান্য সংস্থার মাধ্যমে আটক হয়েছে ৪১ হাজার ৩৫৭ জন। আটককৃতদের মধ্যে সর্বাধিক সংখ্যক ইন্দোনেশিয়ার নাগরিক ১৫ হাজার ৩৮৫ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ, এরপর মিয়ানমারের ৯ হাজার ৭৮৯ জন, ফিলিপাইনের ৪ হাজার ৩৬৫ জন এবং পাকিস্তানের ২ হাজার ৪৭৯ জন। ভারত, থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম ও নেপালের নাগরিকরাও এই তালিকায় রয়েছে।  

অভিযানে শুধু অভিবাসীরাই নয়, অবৈধভাবে তাদের আশ্রয় দেওয়া এবং কাজে নিয়োগ করার অপরাধে ২ হাজারেরও বেশি মালিককে আটক করা হয়েছে। এর মধ্যে মালয়েশীয় নাগরিক ২ হাজার ১২ জন, বাংলাদেশি নিয়োগকর্তা ৩৪ জন এবং ইন্দোনেশীয় নিয়োগকর্তা ২১ জন।  

লোকমান এফেন্দি রামলি জানান, আটককৃতদের বিরুদ্ধে মূলত তিনটি অভিযোগ আনা হয়েছে বৈধ নথিপত্র বা পাসপোর্ট না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা (ওভারস্টে) এবং কাজের অনুমতির অপব্যবহার। তিনি আরো বলেন, জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানগুলো পরিচালিত হয়েছে। যারা আইন লঙ্ঘন করে অবৈধ কর্মী নিয়োগ দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।  

এই ব্যাপক অভিযানে বিপুল সংখ্যক বাংলাদেশি আটক হওয়ায় প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও বৈধতার প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য বৈধ নথিপত্র নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দাবি আরো জোরালো হয়েছে।

Logo