Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৭ ডিসেম্বর

সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের জেল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৮

সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের জেল

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের জেল দিয়েছেন দেশটির উচ্চ আদালত। তাকে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তার সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে।

মামলায় নাজিব রাজাকের বিরুদ্ধে ২৫টি অভিযোগ দায়ের করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য আর্থিক অনিয়ম। দেশটির উচ্চ আদালত রাজাককে ১৫ বছরের জেল খাটার পাশাপাশি ১১.৪ বিলিয়ন রিংগিত জরিমানার নির্দেশ দিয়েছেন। জরিমানা পরিশোধ না করলে তাকে আরো ৪০ বছর সাজা ভোগ করতে হবে।

রায়ে বলা হয়, 1MDB মালয়েশিয়া সরকারের একটি উন্নয়ন ফান্ড, যা দেশটির বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যবহার করার কথা ছিল। কিন্তু পরে দেখা যায়, এই প্রকল্প থেকে কোটি কোটি ডলার লোপাট করা হয়। শুধু মালয়েশিয়া নয়, 1MDB হলো সেই কেলেঙ্কারি, যা আন্তর্জাতিকভাবে নজিরবিহীন একটি আর্থিক কেলেঙ্কারি হিসেবে বিবেচিত।

Logo