Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় কমছে প্রবাসীর সংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৪

মালয়েশিয়ায় কমছে প্রবাসীর সংখ্যা

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি জনগোষ্ঠীর সংখ্যা ধীরে ধীরে কমছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ মালয়েশিয়ায় বিদেশি জনগোষ্ঠীর সংখ্যা কমে ৩৩ লাখ ৮০ হাজারে নেমে আসতে পারে। মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিকস মালয়েশিয়ার (ডিওএসএম) সাম্প্রতিক এক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদন বলছে, মালয়েশিয়ার মোট জনসংখ্যার অনুপাতে বিদেশি জনগোষ্ঠীর হারও সামান্য কমছে। ২০২৪ সালে যেখানে এই হার ছিল ১০ শতাংশ, সেখানে ২০২৫ সালে তা নেমে আসতে পারে ৯ দশমিক ৯ শতাংশে। সংখ্যার হিসাবে এই পরিবর্তন খুব বড় না হলেও সামগ্রিক অভিবাসন প্রবণতা বোঝার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ডিওএসএম জানিয়েছে, এই প্রথমবারের মতো জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অ্যান্ড টেম্পোরারি মোবিলিটি ২০২৫’ নির্দেশিকা অনুসরণ করে দেশটির আন্তর্জাতিক অভিবাসন-সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে তথ্য উপস্থাপনের ফলে ভবিষ্যতে অভিবাসন নিয়ে নীতিনির্ধারণে আরো নির্ভরযোগ্য ভিত্তি তৈরি হবে বলে মনে করছে সংস্থাটি।

পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ার মোট ৩৩টি প্রশাসনিক জেলায় বিদেশি জনগোষ্ঠীর হার জাতীয় গড়ের চেয়ে বেশি। অর্থাৎ দেশটির কিছু নির্দিষ্ট এলাকায় এখনো বিদেশি নাগরিকদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি রয়েছে। এসব অঞ্চলে শ্রমবাজার, আবাসন ও সামাজিক সেবার ওপর বিদেশি জনগোষ্ঠীর প্রভাবও বেশি বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনটির গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ার প্রধান পরিসংখ্যানবিদ দাতুক সেরি ড. মোহাম্মদ উজীর মাহিনদিন বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী একটি সুসংগঠিত অভিবাসন ডেটা সিস্টেম গড়ে তুলতে এই প্রকাশনা একটি গুরুত্বপূর্ণ ধাপ। তার ভাষায়, অভিবাসন-সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য ছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর নীতি গ্রহণ সম্ভব নয়।

তিনি আরো জানান, প্রাথমিক পর্যায়ে এই পরিসংখ্যানে মূলত মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি নাগরিক এবং বিদেশে অবস্থানরত মালয়েশিয়ান নাগরিকদের তথ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভবিষ্যতে তথ্যের নির্ভুলতা বাড়াতে ডেটা সংগ্রহের পরিধি ও পদ্ধতি আরো আধুনিক করা হবে। পাশাপাশি জাতীয় পরিকল্পনা ও নীতি প্রণয়নের স্বার্থে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করার কথাও জানানো হয়েছে। 

Logo