চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত থাইল্যান্ডে বিদেশি পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে। দেশের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় ২৩ ডিসেম্বর এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে ৩ কোটি ৭৬ লাখ বিদেশি পর্যটক থাইল্যান্ডে ভ্রমণ করেছেন। সংখ্যার দিক দিয়ে মালয়েশিয়া শীর্ষে রয়েছে, ৪ লাখ ৩৮ হাজার পর্যটক পাঠিয়েছে, চীন থেকে গিয়েছে ৪ লাখ ৩৬ হাজার পর্যটক।
থাইল্যান্ডের জনপ্রিয় দৈনিক ব্যাংকক পোস্টের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বছরের শেষে মোট বিদেশি পর্যটকের সংখ্যা ৩ কোটি ৩০ লাখের কাছাকাছি হতে পারে। করোনার আগে ২০১৯ সালে দেশটি প্রায় ৪ কোটি বিদেশি পর্যটক আকর্ষণ করেছিল।
অন্যদিকে, পর্যটন খাতের ব্যবসায়ীরা চাইছেন, সরকার চীনা পর্যটকদের আকর্ষণে আরো কার্যকর পদক্ষেপ নিক। রাজনৈতিক উত্তেজনার কারণে অনেক চীনা পর্যটক এখন জাপান বা অন্যান্য দেশে ভ্রমণ করছেন।
পর্যটন খাতের বিশ্লেষকরা মনে করছেন, বিদেশি পর্যটক সংখ্যা কমার মধ্য দিয়ে থাইল্যান্ডের পর্যটন শিল্পে সাময়িক প্রভাব পড়লেও আগামী বছর বাজার আবার পুনরুদ্ধার হবে। বিশেষ করে চীনা পর্যটকদের পুনরায় আনার পদক্ষেপ হলে সংখ্যাটা দ্রুত বাড়তে পারে।
logo-1-1740906910.png)