মালয়েশিয়ার খবর ২১ ডিসেম্বর
মালয়েশিয়ায় স্ক্যামের মুখে জেন-জিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭
মালয়েশিয়ায় জালিয়াতির খপ্পরে পড়ছে জেন-জিরা, যাদের বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে। এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৮ হাজার ৭৮৯ জন এই জালিয়াতির শিকার হয়েছেন, যার কারণে লোকশান হয়েছে ৭১৫ মিলিয়ন রিংগিত, বাংলা টাকায় যা দাঁড়ায় ২ হাজার ১৪৪ কোটি টাকা। মালয়েশিয়ার বুকিত আমান পুলিশ জানিয়েছে, তাদের কাছে জালিয়াতির সাড়ে ২৮ হাজার অভিযোগ এসেছে।
এছাড়া দেশটিতে ৩১ থেকে ৪০ বছর বয়সী গ্রুপের জালিয়াতিতে পড়ার সংখ্যা ৬ হাজার ৮২৫ জন। বেশির ভাগ ক্ষেত্রেই ২১ থেকে ৩০ গ্রুপের মানুষজন গেমিং স্ক্যামের শিকার হচ্ছে। গেমিং স্ক্যামে তাদের টাকা হাতিয়ে নিচ্ছে একটি জালিয়াত চক্র। প্রায় প্রতিদিনই মালয়েশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে এ রকম খবর।
বেশি বয়সের মানুষও ইন্টারনেটে বা সামাজিক মাধ্যমে লোভে পড়ে বিভিন্ন ইনভেস্টমেন্ট স্ক্যামের শিকার হয়ে টাকা হারাচ্ছে।
মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, টেলিকমিউনিকেশনের মাধ্যমে জালিয়াতির শিকার হতে পারেন যে কোনো বয়সের মানুষ। তবে সতর্ক থাকলে এই স্ক্যামে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়।
মালয়েশিয়ায় আছেন সাড়ে ৯ লাখ প্রবাসী বাংলাদেশি। তাদেরও টেলিকমিউনিকেশনের এসব স্ক্যাম বা জালিয়াতি নিয়ে সতর্ক থাকা উচিত।
logo-1-1740906910.png)