মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী নিয়োগের বড় সিন্ডিকেট শনাক্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ২২:০১
মালয়েশিয়ার জোহর বাহরু এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ তৈরির কারখানায় বড় ধরনের অভিযান চালিয়েছে জোহর ইমিগ্রেশন বিভাগ। অভিযানে অবৈধভাবে কর্মী নিয়োগের অভিযোগে ২৬ বাংলাদেশিসহ মোট ৩৫৬ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। একই সঙ্গে কারখানার মানবসম্পদ বিভাগের দুই স্থানীয় কর্মকর্তাকেও গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
১৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে তেবরাউ শিল্প এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে কাজে লাগাচ্ছিল। অভিযান শুরু হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে পালানোর চেষ্টা করেন। তবে কারখানার সব প্রবেশপথ আগেই ঘিরে রাখায় পালানোর চেষ্টা ব্যর্থ হয়।
আটক ৩৫৬ জনের মধ্যে সবচেয়ে বেশি মিয়ানমারের নাগরিক ২৯৯ জন। এছাড়া বাংলাদেশি ২৬ জন, ভারতীয় ২২ জন, ইন্দোনেশিয়ার ৩ জন, নেপালের ২ জন এবং পাকিস্তান ও ফিলিপাইনের একজন করে নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।
অভিযানে কারখানার মানবসম্পদ বিভাগের দুই স্থানীয় মালয় কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানিয়েছেন, অধিক মুনাফার লোভে অভিবাসন আইন অমান্য করে এই শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বলেন, “লাভের জন্য যারা অভিবাসন আইন লঙ্ঘন করে অবৈধ অভিবাসীদের নিয়োগ দিচ্ছে, তাদের সঙ্গে কোনো আপস করা হবে না। জোহর রাজ্যে এই অবৈধ কর্মসংস্থান চক্র ভেঙে দিতে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসী নিয়োগের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।
logo-1-1740906910.png)