Logo
×

Follow Us

এশিয়া

বিদেশি শিল্পীদের আর ওয়ার্ক পারমিট দেবে না সিঙ্গাপুর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩

বিদেশি শিল্পীদের আর ওয়ার্ক পারমিট দেবে না সিঙ্গাপুর

সিঙ্গাপুর সরকার ঘোষণা করেছে, ২০২৬ সালের জুন থেকে বিদেশি পারফর্মিং আর্টিস্টদের জন্য চলমান ওয়ার্ক পারমিট (Work Permit) প্রোগ্রাম বন্ধ করা হবে। নতুন নীতিমালা অনুযায়ী, আর কোনো বিদেশি শিল্পী বা পারফর্মার ওয়ার্ক পারমিটের মাধ্যমে সিঙ্গাপুরে কাজ করতে পারবেন না। দেশটির পর্যটন ও সাংস্কৃতিক মন্ত্রণালয় এই পরিবর্তনের লক্ষ্য ব্যাখ্যা করেছে। ভারতীয় দৈনিক ইকোনমিক টাইমস এ সংবাদ প্রকাশ করেছে।

সরকার বলেছে, সিদ্ধান্তটির মাধ্যমে স্থানীয় শিল্পীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সিঙ্গাপুরের সাংস্কৃতিক ও বিনোদন খাতকে আরও দেশীয়করণ করা সম্ভব হবে। বর্তমানে এই ওয়ার্ক পারমিট পেলে বিদেশি পারফরমাররা নাটক, মিউজিক কনসার্ট, শো এবং অন্যান্য লাইভ ইভেন্টে কাজ করতে পারেন। কিন্তু ২০২৬ সালের পর এসব কার্যক্রমের জন্য স্থানীয় শিল্পীদের ওপর বেশি নির্ভরতা তৈরি হবে।

পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নীতিমালা কার্যকর হওয়ার আগে শিল্পীদের জন্য পর্যাপ্ত সতর্কতা এবং স্থানীয় বিকল্প সরবরাহ নিশ্চিত করা হবে। সিঙ্গাপুরে শিল্প ও বিনোদন খাতে বিদেশি দক্ষতার অবদান স্বীকৃত হলেও স্থানীয় প্রতিভাকে উৎসাহিত করাই সরকারের মূল উদ্দেশ্য।

বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন সিঙ্গাপুরে বিনোদন খাতের রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদেশি শিল্পীদের উপর নির্ভরতা কমানোর ফলে নতুন ও স্থানীয় শিল্পীদের জন্য সুযোগ বাড়বে। তবে আন্তর্জাতিক শিল্পীদের জন্য দেশটিতে কাজের সম্ভাবনা সীমিত হয়ে যাবে, যা ভবিষ্যতে শো ও ইভেন্টগুলোর বৈচিত্র্য প্রভাবিত করতে পারে।

সরকার আশা করছে, এই নীতির ফলে স্থানীয় শিল্পী ও পারফরমারদের প্রতিভা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আরো দেশীয়কৃত ও স্বকেন্দ্রিক হবে।

Logo