মালয়েশিয়ার খবর ১৪ ডিসেম্বর
জোহর বাহরুতে অভিযান, ৪৯ অবৈধ অভিবাসী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০
মালয়েশিয়ার জোহর বাহরু এলাকায় অভিযান চালিয়ে ইমিগ্রেশন বিভাগ ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে, যারা পারমিট ছাড়াই দেশটিতে কাজ করছিল। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার এই খবর দিয়েছে।
জোহর ইমিগ্রেশন অফিস জানিয়েছে, ১৩ ডিসেম্বর জোহর বাহরুর বিভিন্ন বাসা-বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ২৪ জন মিয়ানমারের নাগরিক, ১১ জন পাকিস্তানি, ৮ জন বাংলাদেশি, ৬ জন ইন্দোনেশিয়ানকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন নারীও ছিলেন। মোট ২৪ জন এনফোর্সমেন্ট কর্মী জোহর জায়ায় ১৬টি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
তদন্তে বেরিয়ে এসেছে, তাদের কাছে বৈধ ভ্রমণের কাগজ ছিল না এবং তারা তাদের নির্ধারিত সময়সীমার বেশি সময় ধরে মালয়েশিয়াতে থাকছিলেন। এসব অবৈধ অভিবাসীর বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের অধীনে তদন্ত শুরু হয়েছে এবং বর্তমানে তাদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তাতে প্রায় প্রতিদিনই ধরা পড়ছেন দেশটিতে থাকা বাংলাদেশিরা।
logo-1-1740906910.png)