Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৩ ডিসেম্বর

মালয়েশিয়ায় অভিযানে আটক বাংলাদেশিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৪

মালয়েশিয়ায় অভিযানে আটক বাংলাদেশিরা

মালয়েশিয়ার দায়েশ নামে সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে এক বাংলাদেশির ১০ বছরের জেল দেওয়া হয়েছে। সেই বাংলাদেশির নাম দিদারুল আলম। জেল খাটার পর তাকে দেশে ফেরত পাঠানোর রায়ও দেওয়া হয়েছে। মালয়েশিয়ার পুলিশ তাদের অভিযোগে বলেছেন, দিদার বেনামে সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করতে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। আদালতে দিদার তার কর্মের জন্য ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু তাতে কোন ফল হয় নি। বেরনামা এই খবর দিয়েছে। 

এদিকে কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগ মসজিদ জামেক এলাকার আশপাশে অভিযান চালিয়ে ১১ বাংলাদেশিসহ ৩১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ভারত, পাকিস্তানের নাগরিকরাও রয়েছেন, যাদের সবাইকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।

Logo