২০২৬ সালের জানুয়ারি থেকে সিঙ্গাপুরে ভ্রমণকারীদের জন্য আসছে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (ICA) চালু করছে No-Boarding Directive (NBD), যার ফলে বিমানবন্দরে ওঠার আগেই যাত্রীদের যোগ্যতা যাচাই হবে।
৩০ জানুয়ারি ২০২৬ থেকে আইসিএ সরাসরি এয়ারলাইন্সকে জানাবে কোন যাত্রী সিঙ্গাপুরে প্রবেশের যোগ্য নন। এয়ারলাইন্স বাধ্য থাকবে তাদের বোর্ডিং আটকাতে। এর মধ্যে থাকছে-
- বৈধ ভিসা নেই এমন যাত্রী
- ছয় মাসের কম মেয়াদি পাসপোর্টধারী
- সিঙ্গাপুরের আইন অনুযায়ী ‘অগ্রহণযোগ্য’ তালিকাভুক্ত ব্যক্তি
এ নিয়ম সব দেশ থেকে সিঙ্গাপুরগামী ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আগে যাত্রীরা সিঙ্গাপুরে পৌঁছানোর পরই প্রবেশে বাধা পেতেন। নতুন নিয়মে সমস্যা আগেই সমাধান হবে।
- ইমিগ্রেশন চেকপয়েন্টে চাপ কমবে
- বৈধ যাত্রীদের প্রবেশ আরো সহজ হবে
- অযোগ্য যাত্রীদের ফেরত পাঠানোর ঝামেলা এড়ানো যাবে
যদি আইসিএ নির্দেশে আপনার বোর্ডিং বন্ধ হয়, তবে আপনাকে ICA-এর Feedback Channel এ যোগাযোগ করতে হবে। অনুমোদন পাওয়ার পরেই নতুন ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন।
ভ্রমণকারীদের করণীয়
- ভিসা ও পাসপোর্টের মেয়াদ আগে থেকেই যাচাই করুন
- পাসপোর্টে অন্তত ছয় মাস মেয়াদ রাখুন
- আইসিএ ওয়েবসাইটে সর্বশেষ প্রবেশের নিয়ম দেখুন
- প্রয়োজনীয় নথি সঙ্গে রাখুন
- এয়ারলাইন্সের অতিরিক্ত যাচাইয়ের জন্য সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছান
যদি কোনো এয়ারলাইন্স আইসিএ নির্দেশ অমান্য করে অযোগ্য যাত্রীকে বোর্ডিং করায়, তবে সর্বোচ্চ ১০ হাজার সিঙ্গাপুরি ডলার জরিমানা হতে পারে। সংশ্লিষ্ট পাইলট বা কর্মীরা ছয় মাস পর্যন্ত কারাদণ্ডও পেতে পারেন।
logo-1-1740906910.png)