মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপে বাংলাদেশিসহ ১৩৯ প্রবাসী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ১৩৯ জন প্রবাসীকে আটক করা হয়েছে। অভিযানে ১৩টি সন্দেহজনক ব্যবসাপ্রতিষ্ঠান ও পতিতালয় লক্ষ্য করে অভিযান চালানো হয়।
ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওথমান জানান, ৭ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অভিযান চলে বিদেশি উপস্থিতি বেশি এমন এলাকা জালান পেতালিং, জালান ইমবি ও জালান পুডুতে। মোট ২০৫ জনকে যাচাই-বাছাই করা হয়, এর মধ্যে ১৩৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১২ জন নারী।
৮ ডিসেম্বর প্রকাশিত বুলেটিন তিগার প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের বয়স ২০ থেকে ৬৫ বছরের মধ্যে। তারা ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা নিশ্চিত করা যায়নি। এছাড়া স্থানীয় ২০ জন পুরুষকেও আটক করা হয়েছে, যাদের সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর তত্ত্বাবধায়ক বা ‘ক্যাপ্টেন’ হিসেবে সন্দেহ করা হচ্ছে।
বাসরি ওথমান জানান, এসব স্থাপনায় যৌনসেবা দেওয়া হতো মাত্র ৬০ রিংগিত থেকে শুরু করে। নারীরা কর্মস্থলে যাতায়াত করলেও তাদের থাকার স্থান ছিল আলাদা। তদন্তে জানা গেছে, কেন্দ্রগুলো দিনে ২৪ ঘণ্টা দুই শিফটে পরিচালিত হতো- সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা এবং সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল পর্যন্ত। গ্রাহকদের কোনো পূর্ব বুকিং ছাড়াই সেখানে প্রবেশের সুযোগ ছিল।
অভিযানে দেখা গেছে, একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান অনুমতি ছাড়াই ভবনের ভেতরে বিভাজন দেয়াল নির্মাণ করে কাঠামো পরিবর্তন করেছে। বিষয়টি সিটি কাউন্সিলকে জানানো হবে বলে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে।
অভিযানের সময় জালান পেতালিং এলাকায় চারজন নারীসহ বিদেশি যাত্রী বহনকারী একটি গাড়ি পালানোর চেষ্টা করলে সেটি আটক করা হয়। গাড়িতে থাকা এক বাংলাদেশিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিদের কেএলআইএ, বারণাং ও সেমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।
logo-1-1740906910.png)